• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
সাইমন-অধরার মাতাল

চিত্রনায়ক সাইমন সাদিক ও অধরা খান

সংগৃহীত ছবি

ঢালিউড

সাইমন-অধরার মাতাল

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৪ অক্টোবর ২০১৮

চিত্রনায়ক সাইমন সাদিক ও অধরা খান অভিনীত ‘মাতাল’ ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ১২ অক্টোবর। কিন্তু আদালতের নির্দেশে আটকে যায় শাহীন সুমন পরিচালিত এ ছবিটি। আইনি জটিলতা সমাধান করে পরে ছবিটির মুক্তির তারিখ জানানো হবে বলে সে সময় বাংলাদেশের খবরকে জানিয়েছিলেন ছবির পরিচালক শাহীন।

২৬ অক্টোবর শুক্রবার সারা দেশে মুক্তি পাচ্ছে ‘মাতাল’ ছবিটি। সারা দেশে ১০০ হলে মুক্তির পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছেন প্রযোজক। গতকাল দুপুর পর্যন্ত প্রায় ৭০টি হল বুকিং হয়েছে। বাংলাদেশের খবরের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন ছবির প্রযোজক শরীফ চৌধুরী।

তিনি বলেন, ‘আমাদের ছবি তো আরো আগেই মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু বিভিন্ন বাধার কারণে সেটি সম্ভব হয়নি। এসব বাধার কারণে আমরা একটু ক্ষতিগ্রস্ত হয়েছি। তবে আমার বিশ্বাস দর্শক আমাদের ছবিটি ভালোভাবেই গ্রহণ করবেন। আমরা ১০০ হলে মুক্তির পরিকল্পনা নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছি। আশা করছি সফল হব।’

অ্যাকশন রোমান্টিক ধাঁচের এ ছবিতে রানা চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক। পর্দায় তাকে মিশা সওদাগরের একান্ত সহযোগী হিসেবে দেখা যাবে। অধরা খান অভিনয় করেছেন পারিসা চরিত্রে। যিনি স্বপ্ন দেখেন নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার। অন্যদিকে প্রযোজক শরীফ চৌধুরী অভিনয় করেছেন কন্টাক্ট কিলার চরিত্রে। এ ছাড়াও ছবিতে আরো অভিনয় করেছেন শিপন, অরিন, জয়রাজ, চমক তারা প্রমুখ।

ছবিতে দর্শক কী পাবেন? উত্তরে ছবির পরিচালক শাহীন বলেন, ‘দর্শক ছবিতে পুরো বিনোদন পাবেন। গল্প, রোমান্স, অভিনয়, সাসপেন্স, অ্যাকশন সবই থাকছে এ ছবিতে। সব মিলিয়ে দর্শক পুরো একটি প্যাকেজ দেখতে পাবেন। আমার বিশ্বাস দর্শক ছবিটি দেখে নিরাশ হবেন না।’

‘মাতাল’ ছবির মাধ্যমে দ্বিতীয়বারের মতো পর্দায় আসতে যাচ্ছেন অধরা খান। এ প্রসঙ্গে তিনি বলেন, আমার প্রথম ছবি দিয়ে দর্শকের অনেক সাড়া পাচ্ছি। বিভিন্ন রকমের সাড়া পাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে নতুন হিসেবে দর্শকের প্রত্যাশা কিছুটা হলেও পূরণ করতে পেরেছি। ‘মাতাল’ ছবিতে দর্শক আমাকে সম্পূর্ণ ভিন্নরূপে দেখতে পাবেন। যারা ‘নায়ক’ দেখেছেন তারা ‘মাতাল’ ছবিতে অন্য এক অধরাকে দেখবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads