• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
আসছে সিয়াম-পূজার দহন

সিয়াম-পূজা জুটি

সংগৃহীত ছবি

ঢালিউড

আসছে সিয়াম-পূজার দহন

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৬ অক্টোবর ২০১৮

সিয়াম-পূজা জুটির দ্বিতীয় ছবি ‘দহন’। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এ ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফি। দীর্ঘ অপেক্ষার পর এবার প্রেক্ষাগৃহে আসছে ছবিটি। ১৬ নভেম্বর সারা দেশে মুক্তি পাবে ‘দহন’। এমনটাই জানিয়েছেন ছবির প্রযোজক ও জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। সম্প্রতি তার প্রযোজনা সংস্থার ফেসবুক পেজ থেকে লাইভে এসে এ তথ্য জানান তিনি।

তিনি জানান, ‘দহন’ ছবির কাজ পুরোপুরি শেষ হয়েছে। নভেম্বরের প্রথম সপ্তাহে সেন্সরে জমা দেওয়া হবে ছবিটি। এরপর সব কিছু ঠিক থাকলে নভেম্বরের ১৬ তারিখে মুক্তি পাবে ছবিটি।

লাইভে আবদুল আজিজ বলেন, দহন ছবিটি একটা সময়কে ধরেছে। আমাদের এ ছবিটি মাদকবিরোধী, জঙ্গিবাদবিরোধী ছবি। আমরা ছবিতে মাদককে সমর্থন করিনি। কাউকে আঘাত দেওয়ার জন্য না বা কোনো বিতর্ক তৈরি করার জন্য আমাদের ‘হাজীর বিরিয়ানি’ গানটি ছিল না। যারা ছবিটি দেখবেন তারা অবশ্যই বুঝতে পারবেন গানটি কেন ব্যবহার করা হয়েছে।

‘দহন’ ছবিতে থাকছে মোট তিনটি গান। এরই মধ্যে ‘হাজীর বিরিয়ানি’ শিরোনামের একটি গান জাজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। গানটি প্রকাশের পর পরই মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে শ্রোতামহলে। গানটি সেন্সরে কোনো বাধা হবে কি না? জানতে চাইলে আবদুল আজিজ বলেন, ‘আমার মনে হয় না এখানে আপত্তি করার কিছু আছে। আশা করি সেন্সর বোর্ডের সদস্যরা এটি নিয়ে আপত্তি করবেন না।’

বাস্তব ঘটনা থেকে তৈরি হয়েছে ‘দহন’ ছবিটি। ছবির কোনো না কোনো চরিত্রে আমাদের পাশেই খুঁজে পাওয়া যাবে বলে জানান আবদুল আজিজ। বলেন, ‘ছবির সবগুলো চরিত্রই আমাদের পরিচিতি। আমরা কোনো ওভার মেলোডি ড্রামা ছবি করিনি। ন্যাচারালভাবে সমাজের বিভিন্ন চরিত্রগুলোকে আমরা ছবিতে তুলে ধরেছি।’

ছবিটি মুক্তির পরিকল্পনা সম্পর্কে আবদুল আজিজ বাংলাদেশের খবরকে বলেন, ‘পরিকল্পনা আছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে একসঙ্গে মুক্তি দেওয়ার। তবে সেটি এখনো পুরোপুরি সিদ্ধান্ত হয়নি। আরো কিছুদিন পর এ ব্যাপারে জানাব।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads