• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
কাঁদলেন পরিচালক

‘রাত্রির যাত্রী’ চলচ্চিত্রের পরিচালক হাবিবুল ইসলাম হাবিব

সংগৃহীত ছবি

ঢালিউড

কাঁদলেন পরিচালক

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৮ অক্টোবর ২০১৮

হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘রাত্রির যাত্রী’। ১৪ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা শোনা যাচ্ছে। মুক্তি উপলক্ষে শুক্রবার এফডিসির জহির রায়হান ডিজিটাল ল্যাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় ছবিটির মুক্তি নিয়ে শঙ্কা প্রকাশ করে কান্নায় ভেঙে পড়েন পরিচালক।

নির্ধারিত তারিখে ছবিটি মুক্তি পাবে কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করে হাবিব জানান, ওই দিন যদি সাফটা চুক্তির আওতায় কোনো ভারতীয় ছবি মুক্তি পায়, তাহলে আমাদের ছবিটি প্রত্যাশিত হল পাবে না।

ছবিটির কাহিনী প্রসঙ্গে হাবিব বলেন, এক রাতের একটি গল্প। মধ্যরাতের ট্রেনে কমলাপুর এসে নামে মৌসুমী। তার ভাই মারজুক রাসেল তাকে নিতে আসার কথা ছিল। কিন্তু তার সঙ্গে মৌসুমীর দেখা হয় না। সারারাত রাস্তায় ঘুরে বেড়ায় মৌসুমী। রাতের নানান বাস্তবতার সম্মুখীন হয় মৌসুমী। সেগুলোই উঠে এসেছে পর্দায়।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পরিচালক আমজাদ হোসেন, কাজী হায়াৎ, চিত্রনায়ক ফারুক, এটিএম শামসুজ্জামান, নাদের চৌধুরী, অনিমেষ আইচ, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ প্রমুখ। ‘রাত্রির যাত্রী’ ছবিতে অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌসুমী, আনিসুর রহমান মিলন, এটিএম শামসুজ্জামান, শহিদুজ্জামান সেলিম, সালাহউদ্দিন লাভলু, মারজুক রাসেল। ছবির আইটেম গানে দেখা যাবে নায়লা নাঈমকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads