• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
নাম ভূমিকায় পরীমণি

অভিনেত্রী পরীমণি

সংগৃহীত ছবি

ঢালিউড

নাম ভূমিকায় পরীমণি

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১১ নভেম্বর ২০১৮

গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ ছবিতে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন হালের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। ‘স্বপ্নজাল’ ছবির পর এবার ‘প্রীতি’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় ৯ নভেম্বর থেকে শুরু হয়েছে এটির চিত্রায়ণ। স্বল্পদৈর্ঘ্য এ চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করছেন পরীমণি।

রহস্যের গল্পে ঘেরা নানা রোমাঞ্চকর কাহিনীতে নির্মিত স্বল্পদৈর্ঘ্য এ চলচ্চিত্রে পরীমণির চরিত্রটি প্রসঙ্গে পরিচালক বলেন, ‘প্রীতি একজন ক্রাইম রিপোর্টার। কিন্তু সমাজের অনেক ক্রাইমই সে প্রকাশ করতে পারে না। কারণ সে মেয়ে। কিন্তু প্রীতি হাল ছাড়ে না। দৃঢ় মনোবল নিয়ে সে এগিয়ে যায়।’

গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় কাজ করা প্রসঙ্গে পরীমণি বলেন, ‘এ প্রশ্নের উত্তর দেওয়া আমার জন্য খুব কঠিন। ভালো লাগছে বললে কম বলা হয়ে যাবে। আবার কী বললে যে এই ভালো লাগাটা বুঝাতে পারব সেটাই ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কারণ, এটা সেলিম ভাইয়ের কাজ বলে কথা।’

প্রীতি চরিত্রটি ধারণ করতে পারছেন? জবাবে পরীমণি বলেন, ‘খুব সহজ নয়। কারণ আমি তো আর প্রীতি নই। কখনো প্রীতি ছিলামও না। প্রীতিও আমার মতো নয়। কিন্তু আমার মধ্যে প্রীতিকে দেখতে পাবেন দর্শক।’

আগামীকাল প্রীতির চিত্রায়ণ শেষ হবে বলে জানান গিয়াস উদ্দিন সেলিম। শিগগিরই ৩০ মিনিট ব্যাপ্তির এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ডিজিটাল প্ল্যাটফরম বায়োস্কোপে প্রচার হবে। গিয়াস উদ্দিন সেলিম আশা করেন, ‘স্বপ্নজাল’ ছবির শুভ্রার মতোই দর্শকদের মুগ্ধ করবেন পরীমণি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads