• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
পূর্ণিমার প্রশিক্ষক ফেরদৌস!

সংগৃহীত ছবি

ঢালিউড

পূর্ণিমার প্রশিক্ষক ফেরদৌস!

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৯ নভেম্বর ২০১৮

নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ছবির চিত্রায়ণ শুরু হওয়ার কথা ডিসেম্বরে। চিত্রায়ণের প্রস্তুতি নিচ্ছেন টিমের সবাই। চিত্রনায়িকা পূর্ণিমাও পিছিয়ে নেই প্রস্তুতি পর্ব থেকে। ছবির প্রস্তুতির অংশ হিসেবেই স্কুটি চালানো শিখছেন তিনি। এতে পূর্ণিমার প্রশিক্ষক হিসেবে আছেন চিত্রনায়ক ফেরদৌস।

জানা গেছে, ‘গাঙচিল’ ছবিতে একজন এনজিওকর্মীর চরিত্রে অভিনয় করবেন পূর্ণিমা। গ্রামের এ প্রান্ত থেকে ওই প্রান্তে ছুটে বেড়াতে হবে তাকে। তাই চরিত্রের প্রয়োজনেই স্কুটি চালানো শিখতে হচ্ছে তাকে। গত শুক্রবার থেকে ফেরদৌসের প্রশিক্ষণে স্কুটি চালানো শিখছেন পূর্ণিমা। টানা এক সপ্তাহ তিনি স্কুটি চালানো শিখবেন।

প্রশিক্ষণ বাবদ পারিশ্রমিক কত নিচ্ছেন- এমন প্রশ্নের উত্তরে ফেরদৌস হেসে বলেন, ‘যেহেতু আমিই এ ছবির প্রযোজক, সে কারণে এর জন্য কোনো পারিশ্রমিক নিচ্ছি না। তাছাড়া পূর্ণিমা আমার খুব ভালো একজন বন্ধু। বন্ধুর জন্য আরেকজন বন্ধুকে কত কিছুই করতে হয়। আমি চেয়েছি পূর্ণিমা স্কুটি শিখেই ছবিতে অভিনয় করুক। চাইলেই ডামি ব্যবহার করা যেত। কিন্তু সেটা ভালো দেখাত না।’

পূর্ণিমা বলেন, ‘এর আগে স্কুটি বা সাইকেল চালানো কখনোই শিখিনি। গাঙচিলের পরিচালক এবং প্রযোজকের আগ্রহে কষ্ট হলেও স্কুটি চালানো শিখছি। আমার বিশ্বাস, কয়েক দিন টানা চেষ্টা করলে ভালো স্কুটি চালানো শিখে ফেলব।’

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গল্পে ‘গাঙচিল’ ছবির চিত্রনাট্য করেছেন মারুফ রেহমান। চিত্রনায়ক ফেরদৌসের প্রযোজনা সংস্থা ‘নূজহাত ফিল্মস’ ও নেয়ামুলের প্রযোজনা সংস্থা ‘ইচ্ছেমতো’র ব্যানারে নির্মিত হবে ছবিটি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads