• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
মধুর ক্যান্টিনের মাধ্যমে ফিরছেন অঞ্জু ঘোষ

অঞ্জু ঘোষ

ছবি : বাংলাদেশের খবর

ঢালিউড

মধুর ক্যান্টিনের মাধ্যমে ফিরছেন অঞ্জু ঘোষ

সঙ্গে থাকছেন মৌসুমী-ওমর সানি-সাবা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৭ নভেম্বর ২০১৮

‘মধুর ক্যান্টিন’ নামের ছবির মাধ্যমে অভিনয়ে ফিরছেন এক সময়ের সাড়া জাগানো নায়িকা অঞ্জু ঘোষ। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘মধুর ক্যান্টিন’র মহরত অনুষ্ঠানে এ কথা জানানো হয়। ছবিটি পরিচালনা করছেন গুণী চলচ্চিত্র নির্মাতা সাঈদুর রহমান সাঈদ।

পরিচালকের অনুরোধেই এই ছবিতে অভিনয় করতে অঞ্জু সম্মতি দেন বলে জানা গেছে। অঞ্জু ঘোষ ছাড়াও এ ছবিতে অভিনয় করবেন চিত্রনায়িকা মৌসুমী, ওমর সানি ও সোহানা সাবা।

চলতি বছরের সেপ্টেম্বরে ঢাকায় এসেছিলেন অঞ্জু ঘোষ। এ সময় ছবিতে অভিনয়ের ব্যাপারে তার সঙ্গে চূড়ান্ত কথা হয়। তবে সে সময়ে পরিচালক বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

১৯৯৬ সালে অর্থাৎ দীর্ঘ ২২ বছর আগে দেশ ছাড়েন অঞ্জু। তখন থেকেই কলকাতায় বসবাস করছেন এই নায়িকা। কলকাতায় বেশকিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।

১৯৭২ থেকে ১৯৮১ সাল পর্যন্ত চট্টগ্রামের মঞ্চনাটকে জনপ্রিয়তার সঙ্গে অভিনয় করেন অঞ্জু ঘোষ। ১৯৮২ সালে ফোক-ফ্যান্টাসি চলচ্চিত্র নির্মাতা এফ কবির চৌধুরী চলচ্চিত্রে আনেন তাকে। অঞ্জুকে নিয়ে তৈরি করেন ‘সওদাগর’ ছবি। এরপর ১৯৮৯ সালে ‘বেদের মেয়ে জোছনা’ চলচ্চিত্র তাকে এনে দেয় রাতারাতি জনপ্রিয়তা। ঢালিউডে প্রায় ৫০টি ছবির অভিনেত্রী তিনি।

জানা গেছে, এ ছবির গল্পটি ঐতিহাসিক প্রেক্ষাপটের ওপরে নির্মিত। গল্পে দেখা যাবে, মধুসূদন দে’র (মধু দা) সবচেয়ে কাছের মানুষ রায়হান। গ্রাম থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। হলে সিট না পাওয়ায় মধু দা’র কাছেই থাকে রায়হান। পড়াশোনার পাশাপাশি মধু দা’র কাজে সহযোগিতা করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রী জাকিয়া প্রায় প্রায়ই মধুর ক্যান্টিনে আসেন। পলাশ-জাকিয়ার দৃষ্টি বিনিময় হতে থাকে। একটা সময় নিজের চেয়ে ৩ বছরের সিনিয়র জাকিয়ার প্রেমে পড়েন রায়হান। জাকিয়াও মনে মনে ভালোবাসেন রায়হানকে।

১৯৭১ সালের ২৬ মার্চ পাকিস্তান সেনাবাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-কর্মচারীদের ওপর নৃশংস হামলা চালায়। মধুর ক্যান্টিনের মধু দা’কে হত্যা করা হয়। জাকিয়াকে তুলে নিয়ে যায় পাক হানাদার বাহিনী। এমন অনেক ঘটনার সাক্ষী রায়হান। ছবিতে জাকিয়া চরিত্রে সোহানা সাবাকে দেখা যাবে।

ছবিটিতে মধুসূদন দে’র (মধু দা) চরিত্রে অভিনয় করবেন অভিনেতা ওমর সানি। বিশেষ একটি চরিত্রে রয়েছেন মৌসুমী। ‘মধুর ক্যান্টিন’ ছবির শুটিং শুরু হবে আগামী ডিসেম্বরের মাঝামাঝি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads