• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
মুক্তি পাচ্ছে মমর তৃতীয় সিনেমা

জাকিয়া বারী মম

ছবি : সংগৃহীত

ঢালিউড

মুক্তি পাচ্ছে মমর তৃতীয় সিনেমা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২০ ডিসেম্বর ২০১৮

আর কয়েক দিন পরই শুরু হবে নতুন বছর। নতুন বছরে পা রাখার আগেই জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী মম অভিনীত নতুন সিনেমা মুক্তি পাচ্ছে। মুক্তির দিক দিয়ে মম অভিনীত ‘স্বপ্নের ঘর’ সিনেমাটি হতে যাচ্ছে চলতি বছরের তৃতীয় সিনেমা। এটি নির্মাণ করেছেন তানিম রহমান। একটি থ্রিলারধর্মী সিনেমা এটি।

ছবিটি প্রসঙ্গে জাকিয়া বারী মম বলেন, ‘চলতি বছরের শুরুতে মুক্তি পেয়েছিল আমার অভিনীত ‘আলতাবানু’ সিনেমাটি। আবার গেল নভেম্বরে মুক্তি পেয়েছে আমার অভিনীত ‘দহন’ ছবিটি। দুটিই দুই রকমের গল্পের সিনেমা। আবার ‘স্বপ্নের ঘর’ একেবারেই থ্রিলারধর্মী একটি সিনেমা। বাংলাদেশে এর আগে এ ধরনের সিনেমা খুব কমই নির্মিত হয়েছে। আমরা যারা সিনেমাটিতে অভিনয় করেছি, প্রত্যেকেই যার যার অবস্থানে থেকে খুব মনোযোগ দিয়ে অভিনয় করেছি। যে কারণে সিনেমাটি নিয়ে আমরা অনেক বেশি আশাবাদী। আশা করছি, বছরের শেষ প্রান্তে এসে ‘স্বপ্নের ঘর’ আলোচনায় আসবে। দর্শক সিনেমাটি দেখে মুগ্ধ হবেন, এটা আমি নিশ্চিত বলতে পারি।’

যেহেতু ‘স্বপ্নের ঘর’ সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামীকাল, তাই সিনেমার প্রচারণার জন্য তিনি দেশের বাইরে থেকে দ্রুত নাটকের শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন। গতকাল ছিল মমর জন্মদিন। জন্মদিনের প্রথম প্রহরটা তিনি তার খুব কাছের কিছু প্রিয় মানুষের সঙ্গে শুরু করেছেন কেক কাটার মধ্য দিয়ে। অভিনেতা আনিসুর রহমান মিলন, রওনক হাসান, সুষমা সরকারসহ বেশ কয়েকজন নাট্য নির্মাতা ছিলেন মমর জন্মদিনের শুভ প্রহরে। জন্মদিনের সারাটা দিন একান্তই নিজের মতো করে সময় কাটিয়েছেন গুণী এই অভিনেত্রী।

জন্মদিন প্রসঙ্গে মম বলেন, ‘জন্মদিনে আমি আমার মতো করে সময় কাটানোর চেষ্টা করি। যেহেতু আমার জন্মের মধ্য দিয়ে আমার মা প্রথম মা হয়েছেন, তাই চেষ্টা করি জন্মদিনে মাকেও কিছুটা সময় দিতে। তাছাড়া জন্মদিনে মায়ের সঙ্গে সময় কাটাতেও আমার ভীষণ ভালো লাগে। কারণ, মা এই দিনে আমার প্রিয় প্রিয় খাবার রান্না করে আমাকে খাইয়ে দেন। সত্যি বলতে কী, যতই বড় হই না কেন মায়ের কাছে, বাবার কাছে তো আর বড় হইনি এখনো। সেই ছোট্টটিই আছি আমি। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমি সব সময় সুস্থ থাকি, ভালো থাকি। আরো ভালো ভালো নাটক-সিনেমা দর্শকদের উপহার দিতে পারি।’

তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয় করে মম প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। শিহাব শাহীনের নির্দেশনায় ‘ছুঁয়ে দিলে মন’ সিনেমায় তার অভিনয় বেশ প্রশংসিত হয়। মম অভিনীত নজরুল ইসলাম রাজু পরিচালিত ‘ঘরে বাইরে’ মাছরাঙ্গা টিভিতে এবং শিহাব শাহীন পরিচালিত ‘লিপস্টিক’ নাগরিক টিভিতে নিয়মিত প্রচার হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads