• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
মানুষ যৌনতা দেখতে চায় না

অভিনেত্রী সায়নী ঘোষ

সংরক্ষিত ছবি

ঢালিউড

মানুষ যৌনতা দেখতে চায় না

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ১৭ জানুয়ারি ২০১৯

সায়নী ঘোষ। ওপার বাংলার ব্যস্ত অভিনেত্রী। ঠিক এই মুহূর্তে তার হাতে রয়েছে পাঁচটি ছবি। ফেব্রুয়ারিতে মুক্তি পাচ্ছে ‘রঙ নাম্বার’। দেবালয় ভট্টাচার্যের নতুন ওয়েব সিরিজেও দেখা যাবে তাকে। ব্যস্ততার ফাঁকে এ অভিনেত্রী খোলামেলা কথা বলেছেন কলকাতার প্রথম সারির একটি গণমাধ্যমের সঙ্গে।

ওয়েব সিরিজে কাজ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘ওয়েব সিরিজে হাত খুলে কাজ করা যায়। এটা যেমন ঠিক, তেমনি আমি একটা কথা বলতে চাই। ন্যুডিটি আর যৌনতা দেখালেই দর্শক সেটার দিকে ছুটবে বিষয়টা এমন নয়। কোনো গল্প নেই, ন্যুডিটি দেখালেই হবে- এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে দরকার হলে ছুরি-কাঁচি চালানো হোক একটু। হইচই সিরিজে খুব ইন্টারেস্টিং কাজ হচ্ছে। সেখানে গল্পের টানে মানুষ আসছে। এমন অনেক ছবি আছে, যেগুলো কোটি টাকার ব্যবসা করেছে, সেখানে বিন্দুমাত্র ন্যুডিটি নেই। দর্শক শুধু যৌনতা দেখতে চায় না।’

‘মিটু’ বা ‘কাস্টিং কাউচ’ নিয়ে মুখ খুলে এ অভিনেত্রী বলেন, ‘আমাকে অ্যাপ্রোচ করার পরিবেশ তৈরি হতে দিইনি। খুব সচেতনভাবেই এটা করেছি। আমার ভাবতে খারাপ লাগে- আজো সমাজে কাজের বাইরে অন্য কাজ নিয়ে এত কথা হয়। তবে যারা এই ‘মিটু’ লড়াই লড়ছেন তাদের সাহসকে কুর্নিশ। ছেলেমেয়ে নির্বিশেষে সবাইকে বলতে চাই, ‘আমরা সবাই নিজেদের কাছে খুব মূল্যবান। কেউ সাহস হারাবে না।’

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads