• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯

জনপ্রিয় নায়িকা পপি ও এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান

ছবি : সংগৃহীত

ঢালিউড

অভিযোগ অস্বীকার করলেন পপি

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৭ ফেব্রুয়ারি ২০১৯

ঢালিউডের জনপ্রিয় নায়িকা পপি সম্পর্কে সম্প্রতি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান গুরুতর অভিযোগ তুলেছেন। পপি নাকি তাকে নিজের মেকআপম্যান বলে প্রচার চালাচ্ছেন। এমন অভিযোগের প্রেক্ষিতে মাহফুজুর রহমান বলেছেন, ‘পপিকে আমি তখনই মাফ করব যখন সে পা ধরে মাফ চাইবে এবং সেটা আমি টিভিতে দেখাব।’

সঙ্গত কারণে বিষয়টি নিয়ে বিস্তর আলোচনা চলছে শোবিজ মিডিয়ায়। তবে অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন চিত্রনায়িকা পপি। তিনি বলেন, ‘ছি! স্যারকে নিয়ে আমি কেন বাজে কথা বলব?’

ঘটনার বর্ণনা দিতে গিয়ে পপি বলেন, ‘আমি এফডিসিতে সাদেক সিদ্দিকী পরিচালিত ‘সাহসী যোদ্ধা’ ছবির শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলাম। মেকআপম্যান মেকআপ করছিলেন। আমি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলাম। এমন সময় মাহফুজুর রহমান স্যার মেকআপ রুমে আসেন। আমার দিকে তাকিয়ে বললেন, তোমার মেকআপ তো হয়নি। এই বলে তিনি মেকআপের ব্রাশটা হাতে তুলে নেন এবং আমার মুখে মেকআপ করতে থাকেন। তখন মেকআপ রুমে হাস্যোজ্জ্বল একটা পরিবেশ ছিল। ইউনিটের অনেকেই ছবি তুলেছেন, সাংবাদিকরাও ছবি তুলেছেন। মেকআপ শেষ করে আমি শট দিতে চলে যাই। এরপর ওই ছবি নিয়ে অনেক গণমাধ্যমে নিউজ করতে দেখেছি।’

যে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে, সেই ছবি নিয়ে পপি বলেন, ‘এই ছবিটা তো আমি তুলিনি। কারণ ছবি তোলার সময় আমি তো মেকআপ নিচ্ছিলাম। আমি কোথায় লিখব, এখন থেকে আপনার নতুন মেকআপম্যান মাহফুজুর রহমান? স্যার আমাকে মেকআপ করছেন, এ বিষয়ে কোনো গণমাধ্যমের সঙ্গেও আমার কোনো কথা হয়নি। এমনকি অন্য কোথাও এ বিষয়ে কারো সঙ্গে আমার কথাও হয়নি।’

ক্ষমা চাওয়া প্রসঙ্গে পপি বলেন, ‘আসলে আমি কোনো অন্যায় করিনি, সুতরাং ক্ষমার চাওয়ার কোনো কারণ দেখি না। তিনি সম্মানিত মানুষ, বয়সেও আমার চেয়ে অনেক বড়। ছোট হিসেবে আমি যদি ভুল করে থাকি, তাহলে উনার কাছে ক্ষমা চাইতে আমার কোনো সমস্যা নেই। যেহেতু আমি কোনো ভুল করিনি, তাই ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads