• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
কালের যাত্রায় মীর সাব্বির-শশী

সাব্বির ও শশী

ছবি : সংগৃহীত

ঢালিউড

কালের যাত্রায় মীর সাব্বির-শশী

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৯ মার্চ ২০১৯

টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা মীর সাব্বির অভিনয়ে এবং নির্মাণে সমানতালেই ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে নিজের নির্দেশনার বাইরেও তিনি অন্য পরিচালকের কাজ নিয়েও বেশ ব্যস্ত থাকেন। ‘হাজার বছর ধরে’ খ্যাত অভিনেত্রী শারমীন জোহা শশী মীর সাব্বিরের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অনেক নাটকেই অভিনয় করেছেন। এবার ভিন্নধর্মী একটি টেলিফিল্মে তারা দু’জন জুটিবদ্ধ হয়ে আবারো অভিনয় করেছেন। টেলিফিল্মের নাম ‘কালের যাত্রা’।

এটি নির্মাণ করেছেন মেহেদী হাসান ইশা। এরই মধ্যে রাজধানীর তিনশ’ ফুট এলাকায় টেলিফিল্মটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে বলে জানান মীর সাব্বির ও শশী। টেলিফিল্মটিতে অভিনয় প্রসঙ্গে মীর সাব্বির বলেন, ‘শশী এবং আমার কাজের রসায়নটা শুরু থেকেই অনেক ভালো। শশী নিঃসন্দেহে একজন ভালো অভিনেত্রী। আমি জানি যারা এই সময়ে চ্যালেঞ্জিং চরিত্রে কোনো অভিনেত্রীকে নিয়ে কাজ করতে চায়, তারা শশীর কথা ভাবেন এবং তাকে নিয়ে কাজ করার চেষ্টা করেন। কালের যাত্রায় শশী অসাধারণ অভিনয় করেছে। আমরা দু’জন গল্পটিতে যথাযথভাবে তুলে ধরার চেষ্টা করেছি।’

শশী বলেন, ‘সাব্বির ভাই গুণী একজন অভিনেতা। সহশিল্পী হিসেবে তার সঙ্গে অনেক নাটকেই কাজ করেছি। আবার তার নির্দেশনাতেও কাজ করেছি। অভিনেতা হিসেবে সাব্বির ভাই সফল, পাশাপাশি নির্মাতা হিসেবেও তিনি একজন দক্ষ নির্মাতা। কালের যাত্রা টেলিফিল্মে আমরা দু’জন নিজেদের অভিনয়ে একটু ভ্যারিয়েশন আনার চেষ্টা করেছি। আশা করছি ভালো লাগবে র্দশকের।’

নির্মাতা জানান শিগগিরই টেলিফিল্মটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। এদিকে মীর সাব্বির নির্দেশিত ‘নোয়াশাল’ ধারাবাহিকটি নিয়মিত আরটিভিতে প্রচার হচ্ছে। কোহিনূর আক্তার সুচন্দা পরিচালিত ‘হাজার বছর ধরে’ সিনেমায় টুনি চরিত্রে অভিনয় করে শুরুতেই দর্শকের মন জয় করে নিয়েছিলেন শশী। এরপর তিনি খিজির হায়াত খানের ‘অস্তিত্বে আমার দেশ’ সিনেমায়ও অভিনয় করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads