• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯

ঢালিউড

আইফ্লিক্সে ‘ফাগুন হাওয়ায়’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৫ মার্চ ২০১৯

ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়’ মুক্তি পায় ভাষার মাস ফেব্রুয়ারিতে। ছবিটির এক বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয় বঙ্গভবনের দরবার হলে গত ১৫ ফেব্রুয়ারি।

প্রেক্ষাগৃহে মুক্তির পর ১৯৫২ সালের প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্রটি দর্শক, সমালোচক ও বোদ্ধামহলে ভূয়সী প্রশংসা কুড়িয়েছে।

এখনো দেশে ও দেশের বাইরে বেশকিছু সিনেপ্লেক্সে চলছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড প্রযোজিত ১১৬তম এই চলচ্চিত্রটি। তবে সবচেয়ে চমকের খবর হচ্ছে, দর্শকপ্রিয় পরিচালক তৌকীর আহমেদ পরিচালিত আলোচিত এই চলচ্চিত্রটি আজ থেকে দেখা যাবে অনলাইন প্ল্যাটফর্ম আইফ্লিক্সে।

এ উপলক্ষে গতকাল একটি চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আই’র পরিচালক, বার্তা প্রধান ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, ‘ফাগুন হাওয়ায়’-এর নির্মাতা তৌকীর আহমেদ, অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা, সিয়াম আহমেদসহ অনেকে।

আইফ্লিক্সের পক্ষে চুক্তি স্বাক্ষরে উপস্থিত ছিলেন মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান এয়ারটেলের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল আলম ভূঁইয়া এবং আইফ্লিক্সের কান্ট্রি ম্যানেজার ইমরুল করিম।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads