• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
ব্যস্ত তাসনিয়া ফারিন

অভিনেত্রী তাসনিয়া ফারিন

ছবি : সংগৃহীত

ঢালিউড

ব্যস্ত তাসনিয়া ফারিন

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৯ মার্চ ২০১৯

অল্প সময়েই অভিনয়ে নিজের মেধার প্রমাণ দিয়ে নতুনদের মধ্যে হঠাৎ করেই আলোচনায় চলে এসেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিন। বিশেষত গেল ভালোবাসা দিবসে কয়েকটি নাটকে অভিনয়ের মধ্য দিয়েই তার এই আলোচনায় আসা। যে কারণে এই সময়ের আলোচিত নাট্যনির্মাতারাও তাকে নিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করছেন। এরই মধ্যে তাসনিয়া ফারিন আগামী পহেলা বৈশাখের কাজ এবং আগামী ঈদের কাজ নিয়েও ব্যস্ত হয়ে উঠেছেন।

এরই মধ্যে তাসনিয়া ফারিন পহেলা বৈশাখের জন্য রিফাত আদনান পাপনের নির্দেশনায় ‘দোরা বাজান’ নাটকের কাজ শেষ করেছেন। আজ তিনি শরীফুল ইসলাম শামীমের নির্দেশনায় ‘টাপুর টুপুর’ নাটকের কাজে অংশ নেবেন। এছাড়া আগামী ৫ এপ্রিল তিনি কাজল আরেফিন অমির নির্দেশনায় আরো একটি পহেলা বৈশাখের নাটকে ব্যস্ত থাকবেন। ‘দোরা বাজান’ নাটকে তার বিপরীতে আছেন জোভান। এদিকে গত ২৭ মার্চ তাসনিয়া ফারিন জিয়াউল ফারুক অপূর্বর বিপরীতে মাবরুর রশীদ বান্নাহর নির্দেশনায় ‘বউ’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। নির্মাতা জানান, এটি শিগগিরই প্রচারে আসবে। এদিকে আগামী ঈদের জন্য তাসনিয়া ফারিন তানভীর সামির নির্দেশনায় ‘প্রেমিকার বিয়ে-টু’তে অভিনয় করেছেন। এতে তার বিপরীতে আছেন মিশু সাব্বির। তাসনিয়া ফারিন চেয়েছিলেন পড়াশোনা শেষ করে অভিনয়ে নিজেকে ব্যস্ত রাখতে। কিন্তু এখন পড়াশোনা এবং অভিনয় দুটোতেই তাকে সমানতালে সময় দিতে হচ্ছে।

তাসনিয়া ফারিন বলেন, ‘আমি ভাবতেও পারিনি অভিনয়ে আমাকে এই সময়ে এতটা ব্যস্ত হয়ে উঠতে হবে। ভেবেছিলাম পড়াশোনা শেষ করে তারপর অভিনয়ে সিরিয়াস হব। কিন্তু আমার ভাবনার সঙ্গে তা মিলছে না। তাই দর্শকের ভালোবাসার প্রতি শ্রদ্ধা রেখে আমি কষ্ট করে হলেও পড়াশোনার পাশাপাশি অভিনয়ে যতটুকু পারি সময় দেওয়ার চেষ্টা করছি। কারণ, আমি মনে করি, যেহেতু সবাই চাইছেন এখন আমাকে নিয়ে কাজ করতে, তাই আমিও চাইছি এখন সময় দিতে। আমার বিশ্বাস, অভিনয়ে আমি আরো ভালো করতে পারব। তবে অবশ্যই এক্ষেত্রে নির্মাতা, সহশিল্পীদের সহযোগিতা প্রত্যাশা করছি।’

তাসনিয়া ফারিন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে বিবিএতে অধ্যয়নরত। গেল ভালোবাসা দিবসে ফারিন অভিনীত ‘এক্স বয়ফ্রেন্ড’, ‘ফার্স্ট ইয়ার ডেম কেয়ার-টু’ ও ‘লাভ অ্যান্ড লস্ট’ নাটকগুলো আলোচনায় আসে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads