• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

ঢালিউড

‘জায়গীর মাস্টার’-এ তারা তিনজন

  • অভি মঈনুদ্দীন
  • প্রকাশিত ০১ এপ্রিল ২০১৯

‘আমাদের বর্তমান সময়ের ধারাবাহিক নাটকগুলোতে পারিবারিক সম্পর্কের বন্ধন একেবারেই খুঁজে পাাওয়া যায় না বললেই চলে। আবার নাটকে পড়ালেখা বা শিক্ষার বিষয়টা একেবারেই তুলে আনা হয় না। বিনোদনের মাধ্যমে শিক্ষাকে এই নাটকে তুলে ধরার চেষ্টা করেছি আমি।’ ‘জায়গীর মাস্টার’ দীর্ঘ ধারাবাহিকটি রচনা ও নির্মাণ প্রসঙ্গে এমনটাই বললেন এসএ হক অলীক। নাটকটিতে প্রধান তিন জায়গীর মাস্টারের ভূমিকায় অভিনয় করছেন এটিএম শামসুজ্জামান, সালাহ উদ্দিন লাভলু ও অপূর্ব।

নাটকে এটিএম শামসুজ্জামান আজগর মোল্লা, লাভলু মোমিনুল ও অপূর্ব রাতুল চরিত্রে অভিনয় করছেন। দিলারা জামান অভিনয় করছেন খুনসুটি বেগম, মৌসুমী হামিদ অভিনয় করছেন আলতা বানু এবং ভাবনা অভিনয় করছেন মালকা বানু চরিত্রে। রাজধানীর অদূরে গাজীপুরের মাওনায় একটি রিসোর্টে এর শুটিং চলছে।

এতে অভিনয় প্রসঙ্গে এটিএম শামসুজ্জামান বলেন, ‘অলীকের মধ্যে সবসময়ই ভালো কিছু সৃষ্টির নেশা আমি দেখেছি। তার মধ্যে ভালো নাটক নির্মাণের ক্ষমতা আমাকে মুগ্ধ করে। ভীষণ ধৈর্যশীল একজন নির্মাতা। লাভলু একজন নিখুঁত অভিনেতা। একজন লাভলু যদি নির্মাণ ও অভিনয় ছেড়ে দেয় তাহলে ক্ষতিটা এই দেশেরই, তার নয়। অপূর্ব তার সময়ের অন্যতম সেরা অভিনেতা। অভিনয়ে একদম পারফেক্ট, ভারতের হিরো দেবানন্দ’র মতো গেজ দাতটাও আকর্ষণীয়। সবার সঙ্গে একসঙ্গে অভিনয় করতে পারাটাও আমার কাছে সত্যিই ভীষণ আনন্দের।’

লাভলু বলেন, ‘অনেক নির্মাতাকে দেখেছি কোনোরকম পরিকল্পনা ছাড়াই নাটক নির্মাণ করেন। কিন্তু অলীকের কাজ অনেক গোছানো, অনেক আরামে কাজ করা যায়। তার সেটে থাকার পরিবেশটাও শিল্পীর মুড ঠিক রাখাতে বিশেষ ভূমিকা রাখে।’ অপূর্ব বলেন, ‘অলীক ভাইকে ধন্যবাদ এমন একটি ধারাবাহিকে আমাকে সম্পৃক্ত রাখার জন্য। গল্পটা খুব ভালো। আমার সৌভাগ্য যে একই ধারাবাহিকে আমি এটিএম আঙ্কেল, দিলারা আন্টি, লাভলু ভাইয়ের সঙ্গে কাজ করতে পারছি। আমার অভিনয় জীবনের চলার পথে এ নাটকে অভিনয় করা সত্যিই অন্যরকম অভিজ্ঞতা।’

অলীক রচিত ও নির্দেশিত ‘জায়গীর মাস্টার’ ধারাবাহিকটি প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৯.৪৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হচ্ছে। গত শনিবার ৬২ পর্ব প্রচার শেষ হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads