• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
শার্লিন ফারজানা আসছেন

অভিনেত্রী শার্লিন ফারজানা

ছবি : সংগৃহীত

ঢালিউড

শার্লিন ফারজানা আসছেন

  • অভি মঈনুদ্দীন
  • প্রকাশিত ০৩ এপ্রিল ২০১৯

অভিনয়ের পথচলায় যখন একজন অভিনেত্রী হিসেবে শার্লিন ফারজানা নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, সেই সময়ই নির্মাতা মাসদু হাসান উজ্জ্বল শার্লিন ফারজানাকে নিয়ে সিনেমা নির্মাণের কাজ শুরু করেছেন। যার ফলে টিভি নাটকের ব্যস্ত এই অভিনেত্রী নিজেকে নাটক-টেলিফিল্মে অভিনয় করা থেকে দূরে রেখে গভীর মগ্নে অভিনয় করেছেন মাসুদ হাসান উজ্জ্বলের ‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমায়। এই সিনেমায় শার্লিন অভিনয় করেছেন নীরা চরিত্রে। মূলত তাকে ঘিরেই সিনেমার গল্প এগিয়ে যাবে, এমনটাই জানালেন শার্লিন। এরই মধ্যে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু নানান কারণে সিনেমাটি মুক্তির তারিখ পিছিয়ে যায়। অবশেষে চূড়ান্ত হলো আগামী জুন মাসে সিনেমাটি মুক্তি পাবে। আর তাই শার্লিনভক্তদের তাকে রুপালি পর্দায় দেখার জন্য আরো তিনটি মাস অপেক্ষা করতে হবে।

‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমায় অভিনয় প্রসঙ্গে শার্লিন ফারজানা বলেন, ‘আমার মূল লক্ষ্য সিনেমায় কাজ করা। তাই লক্ষ্যের পথে পৌঁছানোর প্রথম পদক্ষেপ এটা। ভীষণ ভালো লেগেছে সিনেমাটিতে কাজ করে। আর এখন তো আসলে সিনেমাটি মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

এই সিনেমাটি দেখতে দর্শকের কেন হলে যাওয়া উচিত- এমন প্রশ্নের জবাবে শার্লিন ফারজানা বলেন, ‘ঊনপঞ্চাশ বাতাস মানুষের গভীর অনুভূতির গল্প। একটা ভিন্ন স্বাদের সিনেমা এটি। তাই দর্শকের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে সিনেমাটি দেখতে যেন তারা হলে যান। আমার বিশ্বাস, দর্শক এক অন্যরকম ভালোলাগা নিয়েই হল থেকে ফিরবেন।’

শার্লিনের ইচ্ছে আছে ভালো ভালো গল্পের সিনেমায় কাজ করা। ‘ঊনপঞ্চাশ বাতাস’ তার অভিনয় জীবনের চ্যালেঞ্জ। এই একটিমাত্র সিনেমা মুক্তির অপেক্ষায় থেকে থেকে তিনি নাটক-টেলিফিল্মে কাজ করাই প্রায় বাদ দিয়েছেন। নিজের জীবনের প্রথম সিনেমার অপেক্ষায় থাকার মধ্যেই তার ভীষণ ভালোলাগা কাজ করছে। শার্লিন জানেন সিনেমা মুক্তির অপেক্ষায় থেকে থেকে ছোটপর্দায় কাজ না করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তিনি। কিন্তু এই অপেক্ষাটা ভবিষ্যতের জন্য অনেক ভালো বলেই মনে করেন তিনি। ছোটবেলায় হুমায়ূন আহমেদের গল্পে হুমায়ুন ফরীদি, আসাদুজ্জামান নূরের অভিনয় দেখতে দেখতে অভিনয়ের প্রতি শার্লিনের ভালোলাগা জন্ম নেয়।

২০১৪ সালে শার্লিন প্রথম ‘হঠাৎ তোমার জন্য’ নাটকে তাহসান খানের বিপরীতে অভিনয় করেন। এটি নির্মাণ করেছিলেন তানিম রহমান অংশু। একই সময় তিনি গোলাম মুক্তাদীর শানের ‘লোটা কম্বল’ ধারাবাহিকে অভিনয় করেও আলোচিত হন। তার অভিনীত আলোচিত নাটকের মধ্যে রয়েছে ‘দাস কেবিন’, ‘বলা হলো না’, ‘অচেনা মেঘের সন্ধানে’, ‘আপনার অনুভূতি কী?’, ‘পদ্ম পাতা’ ইত্যাদি।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads