• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
তিন নাটকে ফারজানা চুমকি

ফারজানা চুমকি

সংরক্ষিত ছবি

ঢালিউড

তিন নাটকে ফারজানা চুমকি

  • অভি মঈনুদ্দীন
  • প্রকাশিত ০৪ এপ্রিল ২০১৯

গুণী নাট্যনির্মাতা মোহন খানের রচনা ও নির্দেশনায় সর্বশেষ দুই বছর আগে কক্সবাজারে একটি নাটকের শুটিং করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী ফারজানা চুমকি। দুই বছর পর আবারো একই পরিচালকের নির্দেশনায় তিনি একসঙ্গে তিনটি নাটকের কাজ শেষ করে ঢাকায় ফিরেছেন। মোহন খানের রচনা ও নির্দেশনায় আগামী ঈদে প্রচারের জন্য নাম ঠিক না হওয়া তিনটি নাটকে অভিনয় করেছেন ফারজানা চুমকি। নাটকগুলোতে তার সহশিল্পী হিসেবে ছিলেন প্রাণ রায়, আবদুন নূর সজল, অর্ষাসহ অনেকে।

নাটকগুলোতে অভিনয় প্রসঙ্গে ফারজানা চুমকি বলেন, ‘মোহন ভাইয়ের নির্দেশনাতেই শুটিং করতে দুই বছর আগে কক্সবাজার গিয়েছিলাম। তারই নির্দেশনায় আবারো ২৬ থেকে ২৯ মার্চ পর্যন্ত টানা শুটিং করে ঢাকায় ফিরেছি। তিনটি নাটকের গল্পই আলাদা এবং এই গল্পগুলোতে সমসাময়িক বিষয় প্রাধান্য পেয়েছে। মোহন ভাইয়ের নির্দেশনায় সব সময়ই কাজ করতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। আর তার নাটক মানেই হচ্ছে কক্সবাজারের সমুদ্রসৈকতের পারে জীবনের গল্প বলা। সত্যি বলতে কী- মোহন ভাইয়ের কাজ করতে বেশ ভালো লাগে। আর আমি অনেক দিন পর টানা তিনটি নাটকের কাজ করেছি। কক্সবাজারে হয়েছে বিধায় টানা কাজ করতে পেরেছি। তিনটি নাটক নিয়েই আমি আশাবাদী।’

এদিকে ফারজানা চুমকি সর্বশেষ সৈয়দ আপন আহসানের নির্দেশনায় আইএফআইসি ব্যাংকের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। তার নতুন এ বিজ্ঞাপনটি এখন দেশের বেশ কয়েকটি স্যাটেলাইট চ্যানেলে নিয়মিতভাবে প্রচার হচ্ছে। ফারজানা চুমকি নিয়মিত অভিনয় করছেন বিটিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘সুখের গাঁও কতদূর’ এবং দূরন্ত টিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক রিংকু পরিচালিত ‘শহর থেকে দূরে’। জনপ্রিয় এই অভিনেত্রী নন্দিত টিভি অভিনেতা ও নির্মাতা মীর সাব্বিরের সহধর্মিণী। তাদের দুই ছেলে সন্তান রয়েছে। বড় ছেলের নাম ফারশাদ ও ছোট ছেলের নাম সানদিদ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads