• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
সাদেক বাচ্চুর সংগ্রাম

সাদেক বাচ্চু

ছবি : সংগৃহীত

ঢালিউড

সাদেক বাচ্চুর সংগ্রাম

  • অভি মঈনুদ্দীন
  • প্রকাশিত ০৫ এপ্রিল ২০১৯

চলচ্চিত্রে যারা অভিনয় করেন তাদের কাছে সাধারণত দুটি পরিবারই জীবন চলার পথে প্রায় একই রকম গুরুত্ব পেয়ে থাকে। একটি শিল্পী যে পরিবারে জন্মগ্রহণ করেন, সেই পরিবার। আরেকটি হলো যে পরিবারে নতুন করে জন্ম নিয়ে দর্শকের ভালোবাসায় নিজেকে সিক্ত করেন সেই চলচ্চিত্র পরিবার। চলচ্চিত্রের অভিনেতা সাদেক বাচ্চু মুক্তিযুদ্ধের ঠিক আগের বছর তার বাবা-মাকে হারান। তারপর পাঁচ বোন, তিন ভাই, দাদি, ফুফুকে নিয়ে সংগ্রামী জীবন পার করেছেন সাদেক বাচ্চু। নিজের পরিবারের সবার সুখের কথা বিবেচনা করে তিনি নিজের জীবনের সাফল্যের দিকে মনোযোগ দিতে পারেননি।

তবে ২০১৭ ও ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিচারের অধীনে জমা পড়েছে সাদেক বাচ্চু অভিনীত দুটি সিনেমা। একটি বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’ এবং অন্যটি আলমগীরের ‘একটি সিনেমার গল্প’। দুটি সিনেমাতেই সাদেক বাচ্চু অসাধারণ অভিনয় করেছেন। ভাগ্যবিধাতা সহায় হলে এই দুটি সিনেমার একটিতে তিনি তার অভিনয়ের সর্বোচ্চ স্বীকৃতিস্বরূপ পেয়েও যেতে পারেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। একজন অভিনয়শিল্পীর দর্শকের ভালোবাসার পর রাষ্ট্রীয় স্বীকৃতিটাই জীবনের অন্যতম অলঙ্কার।

সাদেক বাচ্চু বলেন, ‘সারাটা জীবনই আমি শ্রমিক-শিল্পী হিসেবে অভিনয় করে গেছি। পেয়েছি এ দেশের কোটি কোটি মানুষের ভালোবাসা। আমি মনে করি এখনো আমি অভিনয় শেখার চেষ্টায় আছি। মৃত্যুর আগ পর্যন্ত আমি অভিনয় শিখতে চাই। দর্শকের ভালোবাসার মাঝে বেঁচে থাকার জন্য নিজেকে নিবেদিত করেই আজীবন অভিনয় করে গেছি।’ সাদেক বাচ্চু জানান, তার অভিনীত প্রথম সিনেমা শহীদুল আমিনের ‘রামের সুমতি’। এতে তিনি নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন। তার বিপরীতে ছিলেন নার্গিস। একই পরিচালকের ‘মায়ামৃগ’ সিনেমাতেও তিনি ফাল্গুনী আহমেদের নায়ক ছিলেন। তবে শহীদুল হক খানের ‘সুখের সন্ধানে’ সিনেমায় তিনি প্রথম খলনায়কের ভূমিকায় অভিনয় করেন। বর্তমানে তিনি উত্তম আকাশের ‘প্রেম চোর’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads