• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

ঢালিউড

ডা. এজাজের এক ঢিলে দুই পাখি

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৬ এপ্রিল ২০১৯

গত বছরের শেষের দিকে আরটিভিতে প্রচার শুরু হয় অভিনেতা ডা. এজাজুল ইসলামের পরিকল্পনা, রচনা ও নির্দেশনায় স্বাস্থ্যসচেতনতা বিষয়ক ধারাবাহিক নাটক ‘স্বাস্থ্য মামা’। সপ্তাহের প্রতি শনিবার বিকাল ৫টা ৪০ মিনিটে আরটিভিতে নাটকটি নিয়মিত প্রচার হচ্ছে। তবে ডা. এজাজ জানান, এটা শুধুই নাটক নয়। নাটক প্রচার শেষে দর্শকের উদ্দেশে ডা. এজাজ হেলথ টিপস দিয়ে থাকেন। দেশে এবারই প্রথম এ ধরনের নাটক নির্মিত হয়েছে যা প্রচার শেষে দর্শকের উদ্দেশে হেলথ টিপস দেওয়া হয়।

ডা. এজাজ জানান, এসিআই ওআরএসের সৌজন্যে নির্মিত এই ধারাবাহিকটি নিয়ে আরটিভি কর্তৃপক্ষ যেমন সন্তুষ্ট, ঠিক তেমনি দর্শকের কাছ থেকেও তিনি বেশ ভালো সাড়া পাচ্ছেন মাত্র কয়েক মাসের প্রচারেই। নাটকটিতে নাম ভূমিকায় অভিনয় করছেন ডা. এজাজুল ইসলাম। নিয়মিত আরো অভিনয় করছেন ফারুক আহমদে, শামীমা নাজনীন, হোসনে আরা পুতুল ও শতদল বড়ুয়া বিলু।

নাটকটি প্রসঙ্গে ডা. এজাজুল ইসলাম বলেন, ‘আমার এই নাটকের মূল উদ্দেশ্য হচ্ছে দর্শককে মজা দেওয়া, আনন্দ দেওয়া। পাশাপাশি দর্শককে স্বাস্থ্য সম্পর্কে তথ্য দেওয়া। আরটিভি কর্তৃপক্ষের প্রতি আমি কৃতজ্ঞ। কারণ তারা বেশ আন্তরিকতা নিয়েই নাটকটি প্রচার করছেন এবং পর্বও বাড়াতে বলেছেন। ধন্যবাদ এসিআই ওআরএসের প্রতিও। কারণ তারাও আমার পাশে থেকে এটি নিয়মিত চালিয়ে যেতে উৎসাহ দিচ্ছেন। ধন্যবাদ শিল্পীদের। কারণ প্রত্যেকেই অনেক আগ্রহ নিয়ে যার যার চরিত্রে সন্তুষ্টতা রেখেই অভিনয় করছেন।’

গুণী অভিনেতা ফারুক আহমেদ বলেন, ‘বন্ধু এজাজের নির্দেশনায় কাজ করতে ভালোই লাগে। সবচেয়ে বড় কথা হলো, সমাজ সচেতনতামূলক কাজ করতে আমি সবসময়ই অনেক বেশি আগ্রহী। একসময় আমি ব্র্যাকে চাকরি করতাম। যে কারণে সমাজ সচেতনতামূলক কাজে স্বাচ্ছন্দ্যবোধ করি।’

অভিনয় থেকে এখন অনেকটাই দূরে রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী হোসনে আরা পুতুল। তবে ডা. এজাজের এই নাটকে পুতুল বেশ আগ্রহ নিয়ে অভিনয় করছেন। পুতুলের বাসা গাজীপুরে বিধায় পূবাইলে শুটিং করতে তার সুবিধাও হয়। যে কারণে ‘স্বাস্থ্য মামা’র জন্য শিডিউল দিতে তিনি সদা প্রস্তুতও থাকেন। পুতুল বলেন, ‘এজাজ ভাই আমার অত্যন্ত প্রিয় একজন অভিনেতা। হুমায়ূন স্যারের নির্দেশনায় আমরা একসঙ্গে অনেক কাজ করেছি। তার নির্দেশনায় স্বাস্থ্য মামা নাটকে বেশ আগ্রহ নিয়ে কাজ করছি। কারণ আমরা যারা কাজ করছি সবাই একটি পরিবারেরই মতো।’ ডা. এজাজ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের নিউক্লিয়ার মেডিসিন বিভাগের প্রধান হিসেবে কর্মরত। মাসের প্রায় পঁচিশ দিন গাজীপুর চৌরাস্তায় বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত নিয়মিত রোগী দেখেন। রাজের ‘তারকাঁটা’য় এজাজ এবং হুমায়ূন আহমেদের ‘আগুনের পরশমনি’তে পুতুল জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads