• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯

ঢালিউড

কিউপিড-এ শতাব্দী তানভীর ও নীলা

  • অভি মঈনুদ্দীন
  • প্রকাশিত ০৯ এপ্রিল ২০১৯

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শতাব্দী ওয়াদুদের সঙ্গে একই নাটকে অভিনয় করেছেন ‘গহীন বালুচর’খ্যাত জুটি আবু হুরায়রা তানভীর ও নীলাঞ্জনা নীলা। ‘কিউপিড’ নামের একটি নাটকের কাজ গেল সপ্তাহে তারা শেষ করেছেন।

নাটকটি রচনা করেছেন আসাদ জামান। পরিচালনা করেছেন হুমায়ূন রশীদ সম্রাট। শতাব্দী জানান, এবারই প্রথম তার সঙ্গে একই নাটকে অভিনয় করেছেন তানভীর ও নীলা। নাটকটি আরটিভিতে প্রচারের জন্য নির্মিত হয়েছে। প্রেম ফ্যান্টাসিনির্ভর গল্পের নাটক ‘কিউপিড’।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে শতাব্দী ওয়াদুদ বলেন, ‘নাটকটির রচয়িতার গল্প নিয়ে ভাবনাটা আমার কাছে ভালো লেগেছে। এই ধরনের প্রেম ফ্যান্টাসি গল্পের নাটকে এবারই প্রথম অভিনয় করেছি। এর আগে মাহমুদ দিদারের পরিচালনায় নীলার সঙ্গে একটি নাটকে কাজ করেছিলাম। নীলা ও তানভীরের সঙ্গে এবারই প্রথম আমার কাজ করা হলো। নতুন হিসেবে দুজনের মধ্যেই অভিনয়ের প্রতি ভালোলাগা আমি দেখেছি। সম্রাট কাজটি বেশ যত্ন নিয়ে করার চেষ্টা করেছে। আশা করি ভালো লাগবে দর্শকের।’

তানভীর বলেন, ‘শতাব্দী ওয়াদুদ ভাইয়া নিঃসন্দেহে একজন গুণী অভিনেতা। শুটিংয়ের সময় তার কাছ থেকে আমি এবং নীলা দুজনই ভীষণ সহযোগিতা পেয়েছি। যে কারণে তার সঙ্গে কাজের সময়টাও দারুণ উপভোগ করেছি। ধন্যবাদ সম্রাট ভাইকে একটি সুন্দর গল্পের নাটকে আমাদের নিয়ে কাজ করার জন্য।’

এদিকে গতকাল শতাব্দী ওয়াদুদ মাতিয়া বানু শুকু রচিত ‘সোনালী দিন’ নাটকের শুটিংয়ে অংশ নেন উলুখোলাতে। মুক্তির অপেক্ষায় আছে শতাব্দী ওয়াদুদ অভিনীত রুবায়েত হোসেন পরিচালিত ‘মেড ইন বাংলাদেশ’ এবং রেজওয়ান শাহরিয়ার পরিচালিত ‘নোনাজলের কাব্য’ সিনেমা দুটি। এদিকে তানভীর ও নীলা দুজনই বদরুল আনাম সৌদের রচনা ও নির্দেশনায় বিটিভির জন্য নির্মাণ-চলতি ‘লুকোচুরি লুকোচুরি গল্প’ ধারাবাহিক নাটকের কাজ করছেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads