• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

ঢালিউড

চিরকুমারী সংঘে স্বাগতা ও ইশানা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৪ এপ্রিল ২০১৯

যৌথভাবে নাটক নির্দেশনা দিচ্ছেন দুই তরুণ পরিচালক ভুবন ও রেফাত। এর আগে তারা দুজন চার কুমারী, রঙধনু, একটি ম্যাগাজিনের কথা’সহ আরো দুটি নাটক নির্মাণ করেছেন। তবে ভুবন রেফাত এবারই প্রথম একটি ধারাবাহিক নাটক নির্মাণ করছেন। নাটকের নাম ‘চিরকুমারী সংঘ’। নাটকটি রচনা করেছেন প্রশ্ন খান এবং নির্মাণ করছেন যথারীতি যুগ্ম পরিচালক ভুবন-রেফাত। এরই মধ্যে রাজধানীর অদূরে পূবাইলে বিভিন্ন মনোরম লোকেশনে নাটকটির ১৩ পর্ব দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে বলে জানান ভুবন ও রেফাত।

নাটকটির মূল বিষয়বস্তু প্রসঙ্গে নির্মাতাদ্বয় বলেন, ‘একটি এলাকার কিছু মেয়ে বিয়ে না করার সিদ্ধান্ত নেয়। তারাই গ্রামে গড়ে তোলে চিরকুমারী সংঘ। যেসব মেয়ে নানান ধরনের নির্যাতনের শিকার হয়, তারা এই সংগঠনের সদস্য হন। আবার দেখা যায় এই সংগঠনের অনেকে মেয়ের সঙ্গে অনেক ছেলে প্রেম করতে চায়। কেউ কেউ গোপনে প্রেমও করে। এমনই নানান ধরনের হাস্যরসাত্বক গল্প নিয়ে নির্মিত হয়েছে চিরকুমার সংঘ ধারাবাহিকটি।’

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রাণ রায়, স্বাগতা, ইশানা খান, সাব্বির আহমেদ, সোহান খানসহ আরো অনেকে।

নাটকটিকে অভিনয় প্রসঙ্গে স্বাগতা বলেন, ‘আমার কাছে গল্পটা বেশ ভালো লেগেছে বিধায় কাজটি করেও বেশ মজা পেয়েছি। প্রথম লটের কাজ করে বেশ ভালো লেগেছে। গল্প এবং ভুবন রেফাতের নির্দেশনায় নতুনত্ব আছে, যে কারণে আশা করা যায় নাটকটি দর্শকের ভালো লাগবে।’ 

ইশানা খান বলেন, ‘গল্প ভালো হলে কাজ করে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ ভুবন রেফাতকে এমন একটি মজার গল্পে আমাকে সম্পৃক্ত রাখার জন্য।’

নির্মাতাদ্বয় ভুবন ও রেফাত জানান, চিরকুমারী সংঘ ধারাবাহিকটি শিগগির একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার শুরু হবে। এদিকে ভুবন ও রেফাত জানান আগামী রোজার ঈদের পর তারা সিনেমা নির্মাণের ঘোষণা দেবেন। স্বাগতা গতকাল দীপ্ত টিভির ‘ভালোবাসার আলো আঁধার’ নাটকের কাজ করেন। শামীম জামানের নির্দেশনায় তিনি নতুন একটি ধারাবাহিকের কাজ শুরু করতে যাচ্ছেন।

এর পরপরই তিনি মালয়েশিয়ায় যাবেন সেজানের নির্দেশনায় নাটকে অভিনয় করতে। আগামী ঈদে টানা সাতদিন তিনি একুশে টিভিতে উপস্থাপনা করবেন। এদিকে ইশানা খান নিয়মিত খণ্ডনাটক ও ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করছেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads