• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
জিতলেন বুবলী

ছবি সংগৃহীত

ঢালিউড

জিতলেন বুবলী

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৭ জুন ২০১৯

বুবলী-অপু বিশ্বাস দ্বন্দ্বটা শাকিব খানকে ঘিরে। বেশিদিন আগের কথা নয়। ঢালিউডে ছিল শাকিব খান আর অপু বিশ্বাস সেরা জুটি। এ জুটির সব ছবিই ছিল সুপারহিট। মাঝে শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের বিয়ের কথা ফাঁস হওয়ায় শাকিব খান অপু থেকে অনেকটাই দূরে সরে যান। হতবাক অপু বিশ্বাসও বিকল্প পথ বেছে নেন। পরে তাদের ডিভোর্স হয়।

ঠিক অপুর সঙ্গে বিচ্ছেদের পর থেকে শাকিব খান বুবলীর দিকে ধাবিত হন। ঢালিউডে পরের ছবিগুলোতে শাকিব খানের বিপরীতে বুবলী অভিনয় করে রাতারাতি লাইমলাইটে চলে আসেন। শোনা যায়, শাকিব-অপুর সম্পর্কে বুবলী আসায় জল আরো ঘোলাটে হয়। বিষয়টি নিয়ে বুবলী বরাবর অস্বীকার করলেও অনেকেই তা মানতে নারাজ। এভাবেই বুবলীর সঙ্গে অপু বিশ্বাসের অঘোষিত দ্বন্দ্ব তৈরি হয়। যেটি শাকিবের ব্যাক্তিগত জীবন ছাপিয়ে ছবিপাড়াতেও বিস্তৃত হয়।

এবারো ঠিক অপুর জায়গা দখল করে নিলেন বুবলী। ২০১৩ সালে ‘মনের মতো মানুষ পাইলাম না’ শিরোনামে একটি ছবির মহরত করেছিলেন নির্মাতা জাকির হোসেন রাজু। তখন সেই ছবির নায়ক-নায়িকা ছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। মহরত করলেও নানা জটিলতায় ছবিটির শুটিং শুরু করতে পারেননি নির্মাতা।

এবার ছবিটির শুটিং শুরু করলেন জাকির হোসেন রাজু। ছবিতে শাকিব খান থাকলেও থাকছেন না অপু বিশ্বাস। তার জায়গায় নেওয়া হয়েছে বুবলীকে। ইতোমধ্যে এফডিসিতে ছবিটির শুটিং শুরু হয়েছে। শুটিংয়ে অংশ নেন শাকিব খান ও বুবলী।

২০১০ সালে মুক্তি পাওয়া জাকির হোসেন রাজুর ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ ছবিতে অভিনয় করে শাকিব খান শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। আর একই ছবির জন্য শ্রেষ্ঠ কাহিনীকার ও সংলাপ রচয়িতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন জাকির হোসেন রাজু।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads