• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
সাফল্যের ধারাবাহিকতায় নুসরাত

সংগৃহীত ছবি

ঢালিউড

সাফল্যের ধারাবাহিকতায় নুসরাত

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৩ জুন ২০১৯

নিজের অভিনয় কারিশমা, একাগ্রতা থাকলে অল্প সময়ে যে কেউ ভালো অবস্থানে যেতে পারেন। ঢালিউডের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়ার ক্ষেত্রে কথাটি যথার্থ। ফারিয়ার শুরুটা হয়েছিল এফএম চ্যানেলের রেডিও জকি হিসেবে। তারপর উপস্থাপনা। এরপর ঢালিউডে নিজের অবস্থান পোক্ত করার পর ওপার বাংলার চলচ্চিত্রেও দাপুটের সঙ্গে অভিনয় করে জয় করেছেন ভক্তদের মন।

সম্প্রতি কলকাতার নতুন ছবি ‘বিবাহ অভিযান’-এ অভিনয় করেছেন তিনি। ছবিতে ওপার বাংলার অঙ্কুশের সঙ্গে জুটি বেঁধেছেন ফারিয়া। নতুন এ ছবি নিয়ে ফারিয়া বলেন, ‘ছবিতে কাজ করে বেশ তৃপ্ত। এটি অনেকটা রোমান্টিক-কমেডি ধাঁচের ছবি। কিন্তু ‘বিবাহ অভিযান’ ছবিতে দেখা যাবে নতুন ধাঁচের কমেডি। ছবিটি যেহেতু কিছুটা কমেডি ঘরানার, তাই সব সময় শুটিং সেটে আমরা হৈ-হুল্লোড় করে কাজ করতাম। সত্যি বলতে, এই প্রথম কোনো শুটিং সেটে যাওয়ার জন্য অপেক্ষা করে বসে থাকতাম। প্রতিনিয়ত মনে হতো, কখন শুটিং শুরু হবে। তবে কাজ করতে গিয়ে কিছুটা চ্যালেঞ্জও নিতে হয়েছে। কারণ, কলকাতার পরিচালক বিরসা দাসগুপ্তের পরিচালনায় ছবিতে অঙ্কুশসহ রুদ্রনীল ঘোষ, সায়নী ঘোষ, প্রিয়াঙ্কা সবাই কলকাতার। তাই এখানকার কথা, উচ্চারণ, চলন-বলন রপ্ত করতে হয়েছে।’

ছবির ট্রেলারে দেখা গেছে, দুই বন্ধু অঙ্কুশ ও রুদ্রনীল ঘোষ তাদের বিবাহিত জীবন নিয়ে হতাশায় ভোগে। তারা পরিকল্পনা করে, তাদের স্ত্রীদের সঙ্গে আলাদা হওয়ার। কিন্তু নুসরাতকে এ সময় প্রতিবাদী নারীর ভূমিকায় অবতীর্ণ হতে দেখা যায়। এরই মধ্যে ট্রেলারে নুসরাত ফারিয়ার উপস্থিতি তার ভক্তদের মধ্যে উন্মাদনা তৈরি করেছে।

যদিও শুরুতে এ ছবিতে অভিনয়ের কথা ছিল কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তীর। পরবর্তী সময়ে ছবিটিতে মিমির আর অভিনয় করা হয়নি। মূলত, তার পরিবর্তে নুসরাত ফারিয়া চুক্তিবদ্ধ হন। এ নিয়ে নুসরাত ফারিয়া বলেন, ‘নিজেকে অন্য রকম একটি চরিত্রে ফুটিয়ে তুলতে যা যা করা প্রয়োজন, তার সবই চেষ্টা করেছি। এ ছাড়া একটু খেয়াল করলে বোঝা যায়, আমার অভিনীত বেশির ভাগ ছবির প্রেক্ষাপট অনেকটাই স্বতন্ত্র। এর আগে আমি অ্যাকশন লুকে, কখনো বা ‘পাশের বাড়ির মেয়ে’ এমন চরিত্রে অভিনয় করেছি। কিন্তু এটাতে তেমন কিছু না। আমার চরিত্রটা কেমন, সেটা নিয়ে কিছু বলতে পারব না এখন। তবে এটা বলতে পারি, ছবিটি নতুন সময়ের। তাই এর স্বাদ, ঢং ও ধরনও হবে নতুন।’

দীর্ঘদিন পর এ ছবির মাধ্যমে পুরনো বন্ধু অঙ্কুশ হাজরার সঙ্গে জুটিবদ্ধ হয়েছেন ফারিয়া। সর্বশেষ ‘আশিকী’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল তাদের। এ ছবি ছাড়াও মডেলিং ও নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন ফারিয়া। কয়েক দিন আগে প্রসাধনসামগ্রী ক্লিয়ার শ্যাম্পুর শুভেচ্ছাদূত হয়েছেন। এ ছাড়া সম্প্রতি দীপংকর দীপনের ‘ঢাকা ২০৪০’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। শাকিব খানের বিপরীতে ছবি ‘শাহেনশাহ’ মুক্তির অপেক্ষায় আছে।

ছোটপর্দায় অভিনয় করতে চান ফারিয়া। তবে তার জন্য যে সময় দরকার তা বের করতে পারছেন না তিনি। তবে ভালো চিত্রনাট্য হলে অবশ্যই সে নাটকে অভিনয় করবেন বলে জানালেন ফারিয়া।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads