• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯

ঢালিউড

বড় পর্দায় সোহানা সাবা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৮ জুন ২০১৯

সোহানা সাবা। দীর্ঘদিন ধরেই ছোট পর্দা ও বড় পর্দায় দাপটের সঙ্গে অভিনয় করছেন। ছোট পর্দায় নিয়মিত হলেও বেশ কয়েকদিন ধরেই বড় পর্দায় অনুপস্থিত ছিলেন সাবা। এবার সে বিরতি কাটিয়ে আবার বড় পর্দায় সরব হচ্ছেন। অভিনয় করছেন নতুন ছবি ‘আব্বাস’-এ।

আগামী ৫ জুলাই মুক্তি পাচ্ছে তার বহুল প্রতীক্ষিত ‘আব্বাস’ ছবিটি। সাঈফ চন্দন পরিচালিত এ ছবিতে তার বিপরীতে দেখা যাবে এ সময়ের মডেল, চিত্রনায়ক নিরবকে। এ ছবির প্রচারণা নিয়েই চলমান ব্যস্ততা তার।

সোহানা সাবা বলেন, ‘পরিচালক সাঈফ চন্দনের ছবিটি পুরোটাই বাণিজ্যিক অ্যাকশন ধারার ছবি। এই প্রচণ্ড গরমেও ছবিতে ফাইটের দৃশ্যে কাজ করতে করতে বেশ ক্লান্ত। এই ছবিটি করতে গিয়ে শুধু দীপ্ত টিভিতে একটি ধারাবাহিক নাটক ছাড়া বিগত তিন মাস হাতে কোনো কাজ রাখিনি। ছবিতে আমার চরিত্রটি অনেক চ্যালেঞ্জিং; যদিও বাণিজ্যিক চলচ্চিত্র মানেই চ্যালেঞ্জিং। আশা করি, বেশ দর্শক জনপ্রিয়তা লাভ করবে। চলচ্চিত্রটির গান, কালার, অ্যাকশন দৃশ্য, লোকেশন থেকে শুরু করে সবকিছুতে একটা ধামাকা দেখতে পাবে।’

সাবা মনে করেন, তার আগের সিনেমাগুলোর মতোই আব্বাস ছবিটিও আলোচিত হবে। পাশাপাশি তার অভিনয়েরও প্রশংসা পাবে দর্শক এবং সুধীমহলে।

বাণিজ্যিক আর মৌলিক গল্পের ছবি প্রসঙ্গে তিনি বলেন, ‘এর আগেও বাণিজ্যিক চলচ্চিত্রে কাজ করার অনেক প্রস্তাব পেয়েছি। কিন্তু আমার কেন যেন মনে হয়েছিল মৌলিক কোনো গল্পের জন্য অপেক্ষা করা উচিত। অন্যদিকে পরিচালকের মুখে ‘আব্বাস’ চলচ্চিত্রে আমার যে চরিত্রটা সেটা বেশ ভালো লেগেছে। এই চলচ্চিত্রে আমার চরিত্রের নাম থাকবে চুটকি। পুরান ঢাকায় একটি রাস্তায় টোকাই থেকে কীভাবে সন্ত্রাসে রূপান্তরিত হয় সেটি এই গল্পে ফুটিয়ে তোলা হয়েছে। নায়ক নিরবের সঙ্গে এটি আমার প্রথম জুটি হিসেবে কাজ করা। প্রথমবার দর্শক পর্দায় আমাদের রসায়ন দেখতে পাবেন।’

প্রথম চলচ্চিত্র ‘আয়না’ থেকেই এই ধারা অব্যাহত রেখেছেন সাবা। এরপর চন্দ্রগ্রহণ ছবিতে অভিনয় করে সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পর বুঝেশুনে কাজ করে যাচ্ছেন।

সাবা ‘বৃহন্নলা’ ছবিতে অভিনয়ের জন্য প্রশংসিত হন। মুক্তির পর ছবিটি দেশের বাইরে বিভিন্ন উৎসবে অংশ নিয়ে সম্মান বয়ে আনে। ছবির প্রধান চরিত্রে অভিনয় করে সাবা অর্জন করেন কিছু পুরস্কার। ভারতের গোলাপি শহর নামে পরিচিত জয়পুরে সপ্তম জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বৃহন্নলা’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন সাবা। ছবিটি আন্তর্জাতিক অঙ্গনেও তার আলাদা একটা পরিচিতি এনে দিয়েছে। যার সুবাদে কলকাতার চলচ্চিত্রেও সম্পৃক্ত হন তিনি।

সাবা বললেন, ‘আমার সহশিল্পীদের সবাই কলকাতার চলচ্চিত্রের পরীক্ষিত অভিনয়শিল্পী। তাদের সঙ্গে একই ছবিতে সহশিল্পী হিসেবে কাজ করা আমার জন্য এক ধরনের পরীক্ষা ছিল। এরকম আরো কিছু ছবিতে কাজ করার ইচ্ছে আছে। আমি কখনোই জোয়ারে গা ভাসাতে চাই না।’

সাবা এগিয়ে যাচ্ছেন একদম আস্তে ধীরে। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত গতানুগতিক ধারার বাইরের গল্প এবং চরিত্রে কাজ করতে দেখা গেছে এ লাস্যময়ী অভিনেত্রীকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads