• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
‘রিকশা গার্ল’

ছবি : সংগৃহীত

ঢালিউড

‘রিকশা গার্ল’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৯ জুন ২০১৯

অমিতাভ রেজা চৌধুরী নির্মাণ করছেন তার দ্বিতীয় ছবি ‌‘রিকশা গার্ল’। যেখানে নাইমা নামের স্বাধীনচেতা দুরন্ত এক কিশোরীকে দেখা যায়। তার বাবা একজন রিকশাচালক। এই ছবির মাধ্যমে আবার চলচ্চিত্রে কামব্যাক করছেন চম্পা।

মফস্বলে বেড়ে ওঠা নাইমা আল্পনা এঁকে সীমিত উপার্জন করেন। তাতে তার পরিবারের দুর্দশা দূর হয় না। চোখে স্বপ্ন নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ে সে। শুরু হয় নতুন নতুন সব অভিজ্ঞতা। শুরু হয় রিকশা কন্যার সাহসী যাত্রা। রিকশা গার্লের সাহসী এই যাত্রা নিয়েই ‌‘রিকশা গার্ল’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নভেরা চৌধুরী।

ছবিতে গল্পের প্রয়োজনে বস্তির একটি সেটের প্রয়োজন হয় রিকশা গার্লের। তাই শতাধিক বস্তিঘর তৈরি করার মাধ্যমে নিয়ে আসা হয়েছে বস্তির সত্যিকার অবয়ব। গাজীপুরের কবিরপুর এলাকার ১০৫ একর জমির ওপর গড়ে উঠেছে বঙ্গবন্ধু ফিল্ম সিটি। সেখানে ঢুকেই চোখে পড়ে সুরম্য বিল্ডিং, ছোট ছোট কটেজ, লেকের পাশে শানবাঁধানো ঘাট, রুলের বাগান, বিস্তৃত সবুজ মাঠ। সবই দৃষ্টিনন্দন। কিন্তু কিছু দূর এগোলেই চোখ আটকে যাবে এসবের পাশে গড়ে ওঠা বস্তিতে। যে বস্তিকে ঘিরে রয়েছে কিছু দোকানপাট, রিকশা গ্যারেজ, এখানে-ওখানে এঁটে রাখা সিনেমার পোস্টার।

এই ছবির মাধ্যমে দীর্ঘদিন পর চলচ্চিত্রে ফিরলেন চম্পা। তিনি ফিরেছেন বেশ ভিন্ন আয়োজনে, পুরনো আবহ ভেঙে। চম্পাকে দলে ভিড়িয়ে ‌‘রিকশা গার্ল’ চলচ্চিত্র নির্মাণ করছেন অমিতাভ রেজা চৌধুরী। ছবিতে ঢাকা শহরের একটি রিকশা গ্যারেজের মালিকের চরিত্রে দেখা যাবে তাকে! তার চরিত্রের গঠনেও রয়েছে বৈচিত্র্য।

এই অভিনেত্রীকে নিয়ে কাজ করা প্রসঙ্গে অমিতাভ রেজা বলেন, ‘সহজ ভাষায় বলতে গেলে, আমার এই ছবিতে চম্পা আপাই মূলত স্টার কাস্ট। উনাদের সঙ্গে কাজ করতে পারা আমার জন্য সৌভাগ্যের বিষয়। কারণ, ফিল্মে উনাদের যে অভিজ্ঞতা ও অর্জন সেসব তো বলার অপেক্ষা রাখে না। উনাদের মতো শিল্পীকে আমি পাচ্ছি, এটা আনন্দের বিষয়। আরো ভালো লাগছে, এমন একজন তারকা কেমন করে আমাদের সঙ্গে মিশে গেছেন-সেটা তো দেখতেই পারছেন। উনাকে নিয়ে আমি আরো কাজ করতে চাই।’

এ বিষয়ে চম্পা বলেন, ‘বলতে দ্বিধা নেই, অমিতাভ রেজার কাজের ভীষণ ভক্ত আমি। সবসময় আশায় থাকতাম, যদি উনার ডাক পাই। বিশ্বাস করতাম, তার সঙ্গে কাজ করলে আমার অভিনয় জীবনে অন্যমাত্রা যোগ হবে। এটা বিস্ময়কর, সেই সুযোগটা এবার পেয়ে গেছি।’

অমিতাভ রেজার নির্মাণ ভাবনা ও ভঙ্গি তো খানিক আলাদা। মানে, ট্রাডিশনাল ফিল্মমেকারদের মতো নয় বলে জানান চম্পা। বলেন, ‘আমরা সারা জীবন কাজ করেছি একভাবে। ডিরেক্টরের সঙ্গে গল্প নিয়ে একটু কথা বললাম। লাইনআপটা শুনলাম। শুটিংয়ে গেলাম। পেছন থেকে একজন প্রম্পট (সংলাপ বলে দেওয়া) করল। আমরা সেটা শুনে শুনে ক্যামেরার সামনে সংলাপ বললাম। বাসায় ফিরে গেলাম। ব্যস। আর এখানে চিত্রনাট্যের প্রতিটি লাইন নিয়ে গবেষণা চলছে প্রথম থেকে আজো। কোনো সংলাপে আমার গলার স্বর একটু উঁচু হবে, কোনোটাতে নিচু হবে-সেই ড্রাফট আমাকে কাগজে এঁকে বুঝিয়ে দেওয়া হয়েছে। যার ফলে, এই চরিত্রকে ভালোবেসে ফেলেছি। শুটিং অভিজ্ঞতার নতুন দুনিয়া দেখছি এখন।’

ভারতীয় বংশোদ্ভূত মার্কিন লেখিকা মিতালি পারকিনসের ‘রিকশা গার্ল’ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি তৈরি হচ্ছে। শুটিং হয়ে গেছে প্রায় ৮০ ভাগ। এর একটি অতিথি চরিত্রে অভিনয় করছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তবে তার সিডিউল এখনো চূড়ান্ত হয়নি।

ছবিটিতে আরো অভিনয় করছেন- মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, নাসির উদ্দিন খান, অ্যালেন শুভ্র, রূপকথা, অশোক ব্যাপারী প্রমুখ। ‘রিকশা গার্ল’ প্রসঙ্গে অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘আমরা সবসময়ই মানসম্পন্ন সিনেমা নির্মাণের চেষ্টা করি। এখন বাংলাদেশেই আন্তর্জাতিক মানের সিনেমা নির্মিত হচ্ছে। আমরা এমন সব সিনেমা বানাতে চাই যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে। বাংলাদেশে সাধারণত আমরা দেখি বস্তির শুটিংয়ের প্রয়োজন হলে সবাই বস্তির দিকে ছুটে যায়। কিন্তু গল্পের প্রয়োজনে আমরা শতাধিক বস্তিঘর নির্মাণ করে নিজেরা বস্তির অবয়ব দিয়ে সেট বানিয়েছি। এ ছাড়া আমরা বাংলাদেশের কিছু প্রত্যন্ত অঞ্চলে সিনেমার শুটিং করেছি। আশা করছি, খুব বেশি খারাপ কিছু হবে না।’ নির্মাতা জানান, ছবিটি মুক্তির জন্য প্রস্তুত করতে চলতি বছরের পুরোটা সময়ই লাগবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads