• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
২৭ বছর পর একসঙ্গে...

ছবি : সংগৃহীত

ঢালিউড

২৭ বছর পর একসঙ্গে...

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ৩০ জুন ২০১৯

১৯৯২ সালে শ্রোতা-দর্শকের মুখে মুখে ‘চোখেতে চোখ রেখে দিল কে চিনে নাও’, ‘ওগো মা তুমি শুধু মা’, ‘তোমায় আপন করে রাখব বলে ভালো যে বেসেছি’, ‘আমি পাগল প্রেমে পাগল মানি না তাই ঝড় বাদল’ গানগুলো শোনা যেত। সব গানই ‘ছুটির ঘণ্টা’খ্যাত বরেণ্য চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান পরিচালিত ‘দিল’ সিনেমার। ১৯৯২ সালের মে মাসে ‘দিল’ সিনেমাটি মুক্তি পায়। শামীম রহমান নিবেদিত র্যাশ মুভিজ প্রযোজিত ‘দিল’ সিনেমার প্রধান চারটি চরিত্রে অভিনয় করেছিলেন চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি নায়িকা শবনম, সফল তারকা জুটি নাইম-শাবনাজ ও নন্দিত অভিনেত্রী-নির্মাতা আফসানা মিমি।

সিনেমায় নবাগত হিসেবে মিমির যাত্রা শুরু হয়েছিল ‘দিল’-এ অভিনয়ের মধ্যদিয়েই। সিনেমাটিতে নাইম ও মিমি ভাইবোনের চরিত্রে এবং তাদের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন শবনম। শবনমের স্বামীর চরিত্রে অভিনয় করেছিলেন আহমেদ শরীফ এবং শবনমের ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন প্রয়াত শক্তিমান অভিনেতা শওকত আকবর। সিনেমাটি মুক্তির পর সেই সময় দারুণ ব্যবসা সফল হয়েছিল।

কিন্তু সিনেমা মুক্তির ২৭ বছর পেরিয়ে গেলেও শবনম, নাইম, শাবনাজ ও আফসানা মিমি উদ্যোগী হয়ে নিজেদের মতো করে আড্ডা দেওয়ার সময় করে উঠতে পারেননি। অবশেষে সাংবাদিক অভি মঈনুদ্দীনের উদ্যোগে নাইম-শাবনাজের আহ্বানে গত শুক্রবার (২৮ জুন) রাতে রাজধানীর উত্তরায় নাইম-শাবনাজের বাসভবনে এক ঘরোয়া আড্ডায় অংশ নেন ‘দিল’র প্রধান চার অভিনয় শিল্পী শবনম, নাইম-শাবনাজ ও আফসানা মিমি।

 বিগত প্রায় তিন বছরের এই পরিকল্পনা অবশেষে সফল হলো বলে জানালেন তারকারা। শবনম বলেন, ‘দীর্ঘদিন যাবৎ নাইম-শাবনাজ সময় চেয়ে আসছিল। কিন্তু আমার নানান ধরনের ব্যস্ততার কারণে সময়ই বের করা হয়ে উঠছিল না। কিন্তু অবশেষে সব ব্যস্ততাকে দূরে ঠেলে নাইম-শাবনাজের আহ্বানে তাদের সঙ্গে আড্ডায় মেতে উঠেছিলাম। তাদের দুই সন্তান নামিরা ও মাহদিয়ার সঙ্গে দেখা হলো। মাহদিয়া গান গেয়ে শোনাল। আর ফেলে আসা দিনের নানান গল্পে আমরা মেতে উঠেছিলাম। ভাবতেই অবাক লাগে যে দিল-এর সময় থেকে এখন পর্যন্ত ২৭টি বছর পেরিয়ে গেছে। অনেকদিন পর প্রাণখুলে আড্ডা দিয়ে কতটা যে ভালো লেগেছে তা ভাষায় প্রকাশের নয়। ’

 শাবনাজ-নাইম বলেন, ‘শবনম আপা আমাদের চলচ্চিত্রের গর্ব। তার সঙ্গে একই সিনেমায় কাজ করতে পেরেছি, এটা আমাদের অর্জন। তিনি আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন, এটাই অনেক বড় পাওয়া।’

আফসানা মিমি বলেন, ‘দিল আমার প্রথম সিনেমা। তাই এই সিনেমার সঙ্গে সম্পৃক্ত সবার সঙ্গেই বলা যায় আমার আবেগজনিত এক সম্পর্ক। দিল আমার হূদয় থেকে কোনোদিনও মুছে যাবে না। তবে সেদিনের আড্ডায় আজিজ ভাইকে খুব মিস করেছি আমরা।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads