• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
কেমন আছেন বাপ্পী চৌধুরী?

ছবি : সংগৃহীত

ঢালিউড

কেমন আছেন বাপ্পী চৌধুরী?

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৭ জুলাই ২০১৯

গাজীপুর জাতীয় উদ্যানে ‘ডেঞ্জার জোন’ ছবির একটি রিস্কি শট দিতে গিয়ে গত বুধবার আহত হন বাপ্পী চৌধুরী। আপাতত ছবির শুটিং বন্ধ রেখেছেন ছবির পরিচালক বেলাল সানি। ডাক্তারের কথা অনুযায়ী বাসায় বিশ্রাম নিচ্ছেন বাপ্পী। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। সুস্থ হলেই ছবির শুটিং করবেন পরিচালক। 

বাপ্পী জানান, আসলে ছবির দৃশ্যটা বাস্তবসম্মত করার জন্য আমি ডামি ব্যবহার না করে নিজেই শট দিচ্ছিলাম। মাংশ পেশিতে ব্যথা পেয়েছি, তা ছাড়া ঘাড়ে ও কোমরে প্রচণ্ড ব্যথা। তবে এর চেয়ে খারাপ কিছু হতে পারত। ডাক্তার বলেছেন, কিছুদিন বাসায় বিশ্রাম নিতে হবে। বাধ্য হয়ে এখন তাই করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, সৃষ্টিকর্তা যেন সুস্থ করে দেন আমাকে। আবারো যেন দ্রুত কাজে ফিরতে পারি।

বেলাল সানি বলেন, ‘এখন সময় বদলেছে, সময়ের সঙ্গে সঙ্গে গল্প বলার ধরনও বদলাচ্ছে। আমরা চাই সময় উপযোগী কাজ নিয়ে দর্শকের সামনে হাজির হতে। সে জন্য প্রয়োজন টেকনিক্যাল সাপোর্ট, যা আমাদের দেশে নেই বললেই চলে। ২০১৯ সালে এসে এখনো কেন আমাদের ক্রেন দিয়ে এমন শট নিতে হবে। আমি এফডিসির দৃষ্টি আকর্শন করছি। আপনারা আমাদের সাহায্য করুন, সময় উপযোগী টেকনিক্যাল সাপোর্ট দিন। আমার ছবির কাজ প্রায় শেষ, বাপ্পী চৌধুরী সুস্থ হলেই ছবির বাকি কাজ শুরু করব।’

নতুন এই ছবিতে বাপ্পীর বিপরীতে অভিনয় করছেন জলি। এ ছবিতে আরো অভিনয় করছেন ডিজে সোহেল, অঞ্জলী সাথী, সীমান্ত, শামীম, রাজু সরকার প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads