• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
৩০০ সিনেপ্লেক্সের দাবি হাবিবের

ছবি : সংগৃহীত

ঢালিউড

৩০০ সিনেপ্লেক্সের দাবি হাবিবের

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০২ আগস্ট ২০১৯

‘সিনেমা সুন্দর বাংলাদেশ’ গড়ার স্বপ্নে প্রায় দুই বছর ধরে একাই একটি দাবি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করার এবং প্রধানমন্ত্রী যেন উদ্যোগ নেন সেই ব্যাপারে জোর দাবি জানিয়ে আসছেন ‘রাত্রির যাত্রী’খ্যাত বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক হাবিবুল ইসলাম হাবিব। গত বছর চলচ্চিত্র দিবসে নিজের সিনেমার প্রচারণা করতে গিয়ে একটি স্যাটেলাইট চ্যানেলে আলোচনায় প্রসঙ্গে তিনি প্রথম এই দাবির কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী চাইলেই দেশের ৩০০ নির্বাচনী আসনে ৩০০ সিনেপ্লেক্স গড়ে তোলা সম্ভব। শুধু প্রত্যেক আসনের সংসদ সদস্যদের দূরদর্শী চিন্তা এবং আগ্রহই হাবিবের এই স্বপ্ন বাস্তবায়ন হতে পারে।

হাবিব জানান, এরই মধ্যে প্রধানমন্ত্রী বরাবর গত ২০ জানুয়ারি এ বিষয়টি তুলে ধরে একটি আবেদনও করেছেন। যাতে বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষিত হয়।  হাবিবুল ইসলাম হাবিব বলেন, আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলচ্চিত্রবান্ধব। তিনি চলচ্চিত্রের উন্নয়নে নানা উদ্যোগ নিচ্ছেন। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন করে দিয়ে গেছেন। এবার আমাদের প্রাণপ্রিয় মমতাময়ী প্রধানমন্ত্রী আমাদের দাবি বাস্তবায়ন করে দেবেন ইনশাআল্লাহ। দেশের ৩০০ আসনে যদি সিনেপ্লেক্স হয় তাহলে এলাকাভিত্তিক সার্বিক পরিবেশই বদলে যাবে। দেশের সংস্কৃতিতে এখন যে অস্থিরতা বিরাজ করছে, তা কেটে যাবে। কারণ সিনেপ্লেক্সকে ঘিরেই তখন অনেক কাজ হবে।

প্রযোজক, পরিচালক, কাহিনীকার, সর্বোপরি সিনেমা নির্মাণও বেড়ে যাবে। সিনেপ্লেক্সের সুন্দর পরিবেশ সিনেমা দেখতে দর্শককে হলমুখী করবে। সর্বোপরি একটি সিনেমা সুন্দর বাংলাদেশ-এ পরিণত হবে এই দেশ। শুধু তাই নয় তখন সিনেমায় বিনিয়োগ অনেকাংশেই বেড়ে যাবে। বদলে যাবে এ দেশের সিনেমার পরিবেশ। সিনেমা ফিরে পাবে তার হারানো সেই ঐতিহ্য। বাংলাদেশ ফিল্ম অ্যান্ড মিডিয়া সোসাইটির সভাপতি হাবিবুল ইসলাম হাবিব মনে করেন, তার স্বপ্ন এক দিন নিশ্চয়ই পূরণ হবে। হাবিবুল ইসলাম হাবিব গ্রুপ থিয়েটার ফেডারেশন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, শর্ট ফিল্ম ফোরামের সঙ্গে শুরু থেকেই সম্পৃক্ত।

আশির দশকের শুরুতে ‘বখাটে’ এবং নব্বই দশকের শুরুতে ‘বিজয় নব্বই’ শর্টফিল্ম নির্মাণ করে আলোচনায় আসেন তিনি। তার ‘প্রেক্ষাপট’ নাটদলের ‘ইদানীং তিনি ভদ্রলোক’ মঞ্চ নাটকটি মুক্তিযুদ্ধভিত্তিক অন্যতম আলোচিত একটি মঞ্চ নাটক। তার নির্মিত প্রথম এবং একমাত্র সিনেমা ‘রাত্রির যাত্রী’। এতে অভিনয় করেন প্রিয়দর্শিনী মৌসুমী, এটিএম শামসুজ্জামানসহ আরো অনেকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads