• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
বড়পর্দায় তানজিন তিশা

ছবি : সংগৃহীত

ঢালিউড

বড়পর্দায় তানজিন তিশা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৬ আগস্ট ২০১৯

বর্তমানে নাটক নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তানজিন তিশা। ছোটপর্দায় দিন দিন অপরিহার্য হয়ে উঠছেন তিনি। এবার এই গণ্ডি পেরিয়ে বড়পর্দায় অভিষেক ঘটছে তানজিন তিশার।

এর আগে ২০১৫ সালে ঢাকা ও কলকাতা মিলিয়ে শেষ করা হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দুই বোন’ উপন্যাস অবলম্বনে ‘তুমি রবে নীরবে’ চলচ্চিত্রের কাজ।

পরে এটি মুক্তি দেওয়া হয় ২০১৭ সালের ৫ মে। মাহবুবা ইসলাম সুমীর পরিচালনায় এই চলচ্চিত্রে ছোট বোনের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী তানজিন তিশা। ছবিটি মুক্তির সময় আপত্তি তোলেন তিশা। তিনি দাবি করেন, টেলিছবি জেনেই এতে অভিনয় করেছিলেন তিনি। সিনেমার বিষয়ে কিছুু তার জানা নেই।

সেই সিনেমাটিই আবার প্রচার হতে যাচ্ছে চ্যানেল আইতে। আজ ৬ আগস্ট কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবসে চ্যানেল আইতে প্রচার হবে ‘তুমি রবে নীরবে’। এ ছবিতে তানজিন তিশার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ।

নাটকে অভিনয় প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘সারা বছরই আমি একক নাটক নিয়ে ব্যস্ত থাকি। ভালো গল্প ও ভালো নির্মাতার নাটক পেলে সেই সুযোগ কোনো সময়ই হাতছাড়া করি না। এখনই তো পরিশ্রম করে নিজেকে শক্ত একটা জায়গায় দাঁড় করানোর সময়। সে জন্য নিজের ব্যক্তিগত অনেক কাজ ফেলেও শুটিং করতে হয়।’

মডেলিং দিয়ে শুরু হয় তানজিন তিশার মিডিয়া ক্যারিয়ার। প্রথমেই অমিতাভ রেজার নির্দেশনায় ‘রবি’র বিজ্ঞাপনে কাজ করে বাজিমাত করেন তিনি। এটিই ছিল তার টার্নিং পয়েন্ট। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। নামিদামি পণ্যের মডেল হয়ে নিজেকে একটা পোক্ত অবস্থানে দাঁড় করিয়ে শুরু করেন নাটক ও টেলিছবির কাজ। ইউটার্ন, আপন কথা, ময়না টিয়া, সোনালি রোদ্দুর, এই শহরে মেয়েরা একা, অচেনা বন্ধু নাটকে অভিনয় করে নিজের জাত চিনিয়েছেন এই অভিনেত্রী।

সারা বছর তিশাকে একক নাটকেই বেশি দেখা যায়। ভালো গল্প ও নির্মাতা পেলে মাঝেমধ্যে ধারাবাহিকেও অভিনয় করেন তিনি। নাটকের পাশাপাশি মিউজিক ভিডিওর কল্যাণে আরো লাইম লাইটে আসেন তিনি। জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরানের ‘বলতে বলতে চলতে চলতে’ গানের মডেল হয়ে হইচই ফেলে দেন। এরই ধারাবাহিকতায় বেশ কয়েকটি গানের মডেল হিসেবে তাকে দেখা যায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads