• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
‘পাপ-পুণ্য’তে মিমি চুমকী চঞ্চল ও সিয়াম

ছবি : সংগৃহীত

ঢালিউড

‘পাপ-পুণ্য’তে মিমি চুমকী চঞ্চল ও সিয়াম

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৯ সেপ্টেম্বর ২০১৯

গেল সপ্তাহেই চাঁদপুরে শুরু হয়েছে গিয়াস উদ্দিন সেলিমের তৃতীয় সিনেমা ‘পাপ-পুণ্য’র কাজ। এই সিনেমার মধ্য দিয়েই দীর্ঘ দশ বছর পর সিনেমায় অভিনয় করছেন আফসানা মিমি। আবার এই সিনেমার মধ্য দিয়েই প্রথমবারের মতো দর্শক সিনেমায় দেখবেন জনপ্রিয় অভিনেত্রী ফারজানা চুমকিকে। আবার দশ বছর পর গিয়াস উদ্দিন সেলিমের নির্দেশনায় আবারো চলচ্চিত্রে অভিনয় করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরী।

অন্যদিকে গিয়াস উদ্দিন সেলিমের নির্দেশনায় প্রথমবার সিনেমায় অভিনয় করছেন এই প্রজন্মের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। আরো আছেন শক্তিমান অভিনেতা ফজলুর রহমান বাবু। যে কারণে সব মিলিয়ে ‘পাপ পুণ্য’ হয়ে উঠছে দর্শকের কাছে ভীষণ আগ্রহের একটি সিনেমা। সিনেমার ভেতরকার গল্প সম্পর্কে কিছু না জানা গেলেও গিয়াস উদ্দিন সেলিম একটি মৌলিক গল্প নিয়েই সিনেমা নির্মাণ করছেন।

গিয়াস উদ্দিন সেলিমের ‘মনপুরা’ ও ‘স্বপ্নজাল’ সিনেমায় ফজলুর রহমান বাবু অভিনয় করেছিলেন। তার তৃতীয় সিনেমাতেও আছেন বাবু। তবে প্রথম সিনেমা ‘মনপুরা’তে চঞ্চল অভিনয় করলেও দ্বিতীয় সিনেমা ‘স্বপ্নজাল’-এ ছিলেন না তিনি। তৃতীয় সিনেমাতে তাই একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের মধ্য দিয়েই ফিরছেন সেলিমের সিনেমায় চঞ্চল। আফসানা মিমি সর্বশেষ মোরশেদুল ইসলামের ‘প্রিয়তমেষু’ সিনেমায় অভিনয় করেছিলেন। এরপর আর নতুন কোনো সিনেমায় তাকে দেখা যায়নি। অন্যদিকে সিয়াম এম রহিমের ‘শান’ ও চয়নিকা চৌধুরীর ‘বিশ্বসুন্দরী’ সিনেমায় অভিনয় করছেন।

সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে ফারজানা চুমকি বলেন, ‘প্রথম সিনেমা হিসেবে কাজ করে আমি ভীষণ সন্তুষ্ট। কারণ একজন চলচ্চিত্র পরিচালক হিসেবে সেলিম ভাইয়ের এবং তার সিনেমার গ্রহণযোগ্যতা আছে দর্শকের কাছে, সেটা প্রমাণিত। খুউব ভালোভাবে আমরা সবাই একটি পরিবারের মতোই কাজ করছি।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads