• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
মালায়ালাম ভাষায় রিমেক হচ্ছে জয়ার ‘কণ্ঠ’

ছবি : সংগৃহীত

ঢালিউড

মালায়ালাম ভাষায় রিমেক হচ্ছে জয়ার ‘কণ্ঠ’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২০ অক্টোবর ২০১৯

গেল কদিন আগেই মুক্তির ৫০তম দিন পার করল শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ছবি ‘গোত্র’। মুক্তির পর থেকেই ছবিটি ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে সবার কাছে। তবে ‘গোত্র’-এর মুক্তির পরও আলোচনায় শিবপ্রসাদ ও নন্দিতা পরিচালিত আগের ছবি ‘কণ্ঠ’।

কণ্ঠ নিয়ে নতুন খবর হলো, মালায়ালাম ভাষায় রিমেক হতে যাচ্ছে ছবিটি। মালায়ালাম চলচ্চিত্র নির্মাতা রাজেশ নাইর মূলত এই ছবিটির রিমেকের সিদ্ধান্ত নিয়েছেন। যার টাইটেল হবে ‘শব্দম’। ছবিটিতে অভিনয় করবেন জয়াশুরিয়া। কলকাতার ছবি থেকে মালায়ালাম রিমেক করা এটাই নাইরের জন্য প্রথমবার নয়। এর আগেও ২০১৮ সালে এই নির্মাতা কলকাতার ‘হামি’ ছবিটি রিমেক করেছিলেন।

 ‘কণ্ঠ’ ছবির মূল চরিত্র অর্জুন বাচিকশিল্পী, রেডিও জকি। হঠাৎ তার ক্যানসার ধরা পড়ে। আর তার ক্যানসার হয়েছে কণ্ঠে! এই কণ্ঠ শুধু তার রোজগারের পথ নয়, বিশেষ সম্পদও। যেসব শব্দ এতদিন বাক্য হয়ে সহজেই লাখ লাখ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন অর্জুন, যে আওয়াজে নিজের প্রেম-কান্না-মন খারাপ- সবই ব্যক্ত করেছেন, মুহূর্তেই তা থেমে যায়। সেই ক্যানসারের সঙ্গে লড়াই করার মানুষটির চরিত্রে শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিজেই অভিনয় করেছেন। ছবিতে তিনি এফএম রেডিওর একজন আরজে। কীভাবে এই রোগের সঙ্গে লড়াই করে নিজের স্বরকে ফিরিয়ে এনেছেন, এই কথাবন্ধুর জীবনের সেই উত্থান-পতনের গল্প ‘কণ্ঠ’। তার স্ত্রীর ভূমিকায় দেখা গেছে পাওলি দামকে। জয়া আহসান ছবিতে একজন স্পিচ থেরাপিস্ট। এই তিনজনকে নিয়েই ছবির গল্প। তবে ছবিতে আরো আছেন কণিকা বন্দ্যোপাধ্যায়, বিপ্লব দাশগুপ্ত ও পরান বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads