• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
অভিনেত্রী শবনম বুবলী

ফাইল ছবি

ঢালিউড

নতুন ছকে বুবলী

  • সালেহীন বাবু
  • প্রকাশিত ১৩ নভেম্বর ২০১৯

সময়ের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। বুবলীর ছবি মানেই প্রেক্ষাগৃহে দর্শকদের হুমড়ি খেয়ে পড়া। বুবলী মানেই হিট।

‘বসগিরি’, ‘শুটার’, ‘রংবাজ’, ‘অহংকার’, ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্যা মাইয়া’, ‘সুপার হিরো’, ‘ক্যাপ্টেন খান’সহ তার প্রায় প্রতিটি ছবিই দর্শকমন জয় করতে সক্ষম হয়েছে। স্বল্প সময়ের ক্যারিয়ারে এমন সাফল্যের চূড়ায় উঠতে ঢালিউডে খুব কম অভিনেত্রীকেই দেখা গেছে। কিন্তু এমন সাফল্যের পরও নিজেকে কেমন জানি গুটিয়ে রাখছেন বুবলী। কাজ করছেন বেছে বেছে।

ক্যারিয়ারের শুরু থেকেই শাকিব খানের বিপরীতে অভিনয়ের দরুন খুব সহজেই তারকা খ্যাতি পেয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। এমনকি শাকিব খানের সঙ্গে বেশ একটা বন্ধুত্বও গড়ে ওঠে তার। এ কারণে শাকিবের প্রায় সব ছবিতেই নায়িকা হিসেবে দেখা গেছে বুবলীকে। আর শাকিব ছাড়া বুবলীও অন্য নায়কের সঙ্গে কাজ করেননি। মুখে অন্য নায়কের সঙ্গে কাজ করার কথা বললেও বিভিন্ন অজুহাতে সেসব ছবির প্রস্তাব ফিরিয়ে দিতেন এ নায়িকা।

কিন্তু বর্তমানে বুবলীকে বাদ দিয়ে শাকিব খান নতুন নতুন নায়িকাকে নিয়ে ছবি শুরু করায় বেকার হওয়ার আশঙ্কায় নতুন করে হিসাব কষছেন বুবলী। বললেন, ‘এখন থেকে সব নায়কের সঙ্গেই কাজ করব। তাছাড়া আমার ভক্তরাও চাচ্ছেন, আমি যেন সবার সঙ্গে কাজ করি। তাদের চাওয়া পূরণ করাটাও আমার দায়িত্ব। এর মধ্যে অন্য নায়কের বিপরীতে বেশকিছু প্রস্তাব এসেছিল। তবে তা করা হয়নি। যেহেতু করা হয়নি, তাই এটা নিয়ে এখন কথা বলতে চাই না। এর মধ্যে কিছু প্রজেক্ট রিলিজও হয়ে গেছে। যেগুলোতে আমার কাজ করার কথা ছিল। তাই আমি সামনে ভালো নির্মাতা, গল্প ও চরিত্র পেলে অবশ্যই করব। আমি অন্য নায়কের সঙ্গেও কাজ করতে চাই। এ ব্যাপারে যতগুলো ছবির জন্য মিটিং করেছি, একটার ক্ষেত্রেও ব্যাটে-বলে মেলেনি। কলকাতার একটা ছবিতেও কাজের কথাবার্তা চূড়ান্ত হয়েছিল। কিন্তু সে সময় অন্য ছবির শুটিংয়ের কারণে কাজটি করা হয়নি। সামনে দর্শকরা আমাকে অন্য নায়কের বিপরীতেও দেখতে পাবেন। তবে সেজন্য একটু সময় লাগবে।’

চলমান ব্যস্ততা নিয়ে বুবলী জানান, মাঝখানে কিছুদিন অভিনয় থেকে দূরে সরে ছিলাম। কাজী হায়াত পরিচালিত ‘বীর’ ছবির শুটিং শুরু হবে চলতি মাসের মাঝামাঝি সময়ে। নতুন কয়েকটা ছবিতে অভিনয়ের বিষয়ে কথা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আবার পুরোদমে ব্যস্ত হয়ে যাবেন তিনি। তিনি বলেন, ‘নতুন ছবির জন্য নিজেকে তৈরি করছি। সবসময় বলে আসছি সিনেমার সংখ্যার চেয়ে সিনেমার মান আমার কাছে গুরুত্বপূর্ণ। ভালো গল্প, ভালো নির্মাতা হলে অন্য যে কারো সঙ্গে ছবি করব। ভালো গল্পের কোনো ছবি সহজে হাতছাড়া করতে চাই না। আর গল্প ভালো না হলে শত অনুরোধ সত্ত্বেও রাজি হই না।’

বুবলী বলেন, বছরে কয়টি ছবিতে অভিনয় করলাম, আমার ছবির সংখ্যা অন্য সবার চেয়ে কম হয়ে গেল কিনা- এসবের হিসাব-নিকাশ কখনো করিনি। জনপ্রিয়তাকে পুঁজি করেও স্রোতের জোয়ারে গা ভাসানোর ইচ্ছা কোনো কালেই ছিল না। কিন্তু এ কথা ঠিক যে, অনেক বাছবিচার করে অভিনয় করার সুযোগ কম। তার পরও চাইলে নিজেকে নানা রূপে, নানা চরিত্রে পর্দায় তুলে ধরা সম্ভব।

শবনম বুবলী এ পর্যন্ত যত ছবিতে কাজ করেছেন, তিনি চেষ্টা করেছেন অভিনয়ে নিজেকে ভাঙার। দর্শকমনে আজীবন থাকতে চাওয়ার বাসনা ব্যক্ত করে এ নায়িকা বলেন, আমি জানি শিল্পীরা দীর্ঘদিন মানুষের মনে বেঁচে থাকেন তাদের অভিনীত চরিত্রগুলোর মধ্য দিয়ে। এ কারণেই আমি চাই এমন কিছু চরিত্রে অভিনয় করতে, যা আমাকে যুগের পর যুগ দর্শকমনে বাঁচিয়ে রাখবে। এ ক্ষেত্রে আমাকে খানিকটা লোভীও বলতে পারেন। আমার কেন জানি মনে হয়- শুধু আমি নই, সব শিল্পীই চান, তার কাজটি যেন মানুষের মনে ছাপ ফেলে। আমি চাইলে নিশ্চয়ই সেটি দোষের হবে না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads