• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

ঢালিউড

১৫ প্রেক্ষাগৃহে ‘ইতি তোমারই ঢাকা’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৫ নভেম্বর ২০১৯

আজ বাংলাদেশে মুক্তি পাচ্ছে অমনিবাস চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’। বিশ্বের নানা দেশের আন্তর্জাতিক চলচ্চিত্রে অংশ নেওয়ার পর এবার দেশের ১৫টি প্রেক্ষাগৃহে বহুল আলোচিত চলচ্চিত্রটি মুক্তি পেল।

মুক্তি উপলক্ষে গত বুধবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে চলচ্চিত্রটির প্রিমিয়ার। এতে অংশ নেন শাইখ সিরাজ, গিয়াস উদ্দিন সেলিম, গাউসুল আলম শাওন, ইরেশ যাকের, মজুমদার, রওনক হাসান, নুসরাত ইমরোজ তিশা, অর্চিতা স্পর্শিয়া, মোস্তাফিজ নূর ইমরান, ইয়াশ রোহান, শ্যামল মাওলাসহ অনেকে। এছাড়া চলচ্চিত্রটির নির্মাতা, অভিনেত্রী ও কলাকুশলীসহ শোবিজের অনেকে উপস্থিত ছিলেন।

প্রিমিয়ার শেষে দেশের অমনিবাস চলচ্চিত্রটির প্রশংসা করেছেন অনেকে। ভবিষ্যতে যাতে এ ধরনের চলচ্চিত্র আরো নির্মাণ হয় সে দিকে জোর দেন উপস্থিত চলচ্চিত্রের মানুষেরা।

‘ইতি, তোমারই ঢাকা’ চলচ্চিত্রে থাকছে ১১ জন নির্মাতার ১১টি গল্প। এতে অভিনয় করেছেন অন্তত অর্ধ শতাধিক জনপ্রিয় তারকা। তাদের মধ্যে রয়েছেন ফজলুর রহমান বাবু, নুসরাত ইমরোজ তিশা, অর্চিতা স্পর্শিয়া, অ্যালেন শুভ্র, ইরেশ যাকের, মুস্তাফা মনোয়ার প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads