• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

ঢালিউড

এ বছর চলচ্চিত্র নিয়ে নতুনভাবে ভাবব

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১০ ডিসেম্বর ২০১৯

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের খুলনা, বাগেরহাট ও মংলা বন্দরের বানিয়াশানতা পতিতাপল্লীতে শেষ দেখা হয়েছে তাদের। ওখানকার ঘটে যাওয়া প্রতারণা আর বাস্তবতার নিয়মিত চিত্র দেখেছেন তারা। আর সেখানকার প্রেম ও প্রতারণার গল্প নিয়ে নির্মিত হয়েছ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শেষ দেখা’।

এটি রচনা ও পরিচালনা করেছেন আরাফাত রহমান। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন বাপ্পি রাজ ও মৌসুমী হামিদ।

নির্মাতা আরাফাত রহমান জানালেন, একটা অসম প্রেমের কাহিনি দেখানো হয়েছে এই চলচ্চিত্রে। ধোপার ছেলে ও কাজের মেয়ে প্রেমে জড়িয়ে যাওয়ার গল্প। ইতোমধ্যে ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির প্রমো প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, ১১ ডিসেম্বর ‘শেষ দেখা’ প্রকাশ হবে ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে। ধ্রুব এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির সহযোগী নির্মাণে ছিলেন বাপ্পি রাজ।

নতুন এ নাটক সম্পর্কে মৌসুমী হামিদ বলেন, ‘নতুন এ নাটকে অভিনয় করতে গিয়ে আমার ভিন্ন ধরনের অভিজ্ঞতা হয়েছে। পতিতাপল্লী ঘুরে দেখেছি। সেখানে তাদের জীবন দেখেছি। তাদেরও একটা আলাদা জীবন আছে। তাদের প্রেম ভালোবাসা আছে। অভিনয় করতে গিয়ে মনে হয়েছে আমি তাদের সাথেই মিশে গেছি।’ 

ছোট পর্দা কিংবা বড় পর্দা, চ্যালেঞ্জিং চরিত্রগুলোর জন্য নির্মাতাদের কাছে তিনিও বেশ আস্থা তৈরি করেছেন। ছোট পর্দার কাজ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের এখন বিভিন্ন ধরনের গল্প নিয়ে টিভি নাটক নির্মাণ হচ্ছে। ইউটিউবে প্রতিটি নাটকের লাখ লাখ ভিউয়ার্স দেখা যায়। আমি বিশ্বাস করি আমাদের টিভি দর্শক বিদেশি চ্যানেল পরিহার করে দেশীয় নাটকমুখী হবেন। কোন চরিত্রগুলোতে কাজ করতে ভালো লাগে? নাটকের বা টেলিফিল্মের গল্পে যে চরিত্রগুলো নিয়ে খেলা যায় সেখানে অভিনয় করতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। যে কারণে মাসজুড়ে কাজ করার পক্ষপাতীও নই। মাসে কয়েকটা ভালো গল্পের নাটকে কাজ করতে পারার মধ্যেই ভালো লাগা খুঁজে পাই। অভিনয়ের ক্যারিয়ারের শুরু থেকেই আমার অভিনয় নিয়ে ভাবনাটা এমন।’

মৌসুমী হামিদ আরো বলেন, ‘২০১৯ সালে আমি প্রতিটি পদক্ষেপে সফল হয়েছি বলে মনে করি। আমি যা চিন্তা করেছি, যতটা পরিশ্রম করেছি, যতটা ত্যাগ শিকার করেছি, পরিকল্পনা অনুযায়ী যতটুকু কাজ করেছি, আমি মনে করি আমার জায়গায় আমি ঠিক ছিলাম। এজন্য আমি আমার কাজের ফলও পেয়েছি। বলতে গেলে, আমার অভিনয় ক্যারিয়ারে ২০১৯ সাল খুব ভালো কেটেছে।’

জীবনে সফলতা চাইলে সব সময় ইতিবাচক চিন্তা করতে হবে বলে মনে করেন এ তারকা। বলেন, ‘আমি সব সময় ইতিবাচক চিন্তা করতে পছন্দ করি। আমার এমন কখনো মনে হয় না যে, এই কাজটি করতে পারলে ভালো হতো, এটা করতে পারিনি বলে মন খারাপ, এই আফসোস আমার নেই। আল্লাহর রহমতে নতুন বছরেও আমার কোনো সমস্যা হবে না। আশা করছি, আগামী বছরটিও ভালো কাটবে। এ বছর ধারাবাহিক নাটকের কাজ কমিয়ে দিয়েছিলাম। তবে যেসব কাজ করেছি তা বেছে বেছে করেছি। আসলে সব সময় তো এক রকম যায় না। নতুন বছরে নাটক-টেলিফিল্মের কাজও করব। তবে ভালো গল্প নিয়ে কাজ করতে চাই। নতুন বছরের প্রথম মাসেই আমার অনেকগুলো নাটকের প্রচার শুরু হবে।’

নতুন বছরের বিশেষ কোনো পরিকল্পনা আছে কি না-এমন প্রশ্নের জবাবে মৌসুমী হামিদ বলেন, ‘বিশেষ পরিকল্পনার মধ্যে বিশেষ হচ্ছে, চলচ্চিত্র। এ বছর চলচ্চিত্র নিয়ে নতুনভাবে ভাবব। ভালো কিছু সিনেমা করতে চাই। এটা আশা করছি। দেখা যাক কী হয়! আর সবার দোয়া আছে, থাকবে। আমার মনে হয় না, আল্লাহর রহমতে নতুন বছরটি খারাপ কাটবে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads