• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

ঢালিউড

বীর শাকিব বিতর্কে

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৪ ডিসেম্বর ২০১৯

প্রখ্যাত চিত্রপরিচালক কাজী হায়াতের পঞ্চাশতম সিনেমা ‘বীর’। শাকিব খান অভিনীত ও প্রযোজিত সিনেমাটির পঞ্চাশ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে। পুরো শুটিং সম্পন্ন হওয়ার আগেই প্রকাশ করা হলো সিনেমাটিতে শাকিব খানের লুক।

গত বৃহস্পতিবার সকালে ফার্স্টলুক পোস্টারটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে। এতে নোঙর কাঁধে কয়লাখনিতে দাঁড়িয়ে থাকা রক্তাক্ত শাকিব খানকে দেখা যাচ্ছে। কিন্তু তৃপ্তির ঢেঁকুর তুলতে পারলেন না শাকিব খান। মুখভর্তি দাড়ি বড় চুলে বীর ছবির ফাস্টলুক পোস্টার নিয়ে হাজির হলেন নায়ক।

সোশ্যাল মিডিয়ায় শাকিবের লুক প্রশংসিত হলেও সেটি হুবহু ভারতের কন্নড় ভাষার ‘কেজিএফ’র সঙ্গে মিলে গেছে।

শুরুতেই এই নকলের ছোঁয়া দর্শকমহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কাজী হায়াৎ কি নিজের পরিচালিত ৫০তম চলচ্চিত্রে নকল গল্পই বেছে নিলেন।

যদিও শাকিব খান অভিনীত অসংখ্য সিনেমা নকলের দোষে দুষ্ট। এদিকে শাকিব খান ওই ‘কেজিএফ’র সঙ্গে তার নতুন ছবির কোনো মিল নেই বলে জানিয়েছেন।

পরিচালক কাজী হায়াৎও নকলের অভিযোগ উড়িয়ে দেন। সম্পূর্ণ মৌলিক গল্পের ছবিই বীর বলছিলেন তিনি।

শেষ পর্যন্ত আদৌ কতটা মৌলিক থাকে ছবিটি সেই প্রশ্ন উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ শাকিব প্রযোজিত ও অভিনীত পাসওয়ার্ড ছবিটি নিয়েও পরিচালক মালেক আফসারী মৌলিক ছবি মৌলিক ছবি বলে চিৎকার করেছিলেন। মুক্তির পর দেখা যায় সম্পূর্ণ নকল ছবি সেটি।

এসকে ফিল্মস প্রযোজিত ‘বীর’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। আরো রয়েছেন মিশা সওদাগর, সাদেক বাচ্চু, নানা শাহ, হাবিব, শিবা সানু ও জাহিদসহ অনেকে।

চলতি বছর ১৫ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ‘বীর’-এর শুটিং শুরু হয়। সিনেমাটি আগামী বছর ঈদুল ফিতরের আগেই মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads