• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

সিইসি কে এম নূরুল হুদা

ফাইল ছবি

নির্বাচন

সব দল না এলে ভালো নির্বাচন হবে না : সিইসি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৭ এপ্রিল ২০১৮

সব দলই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে আশা প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ‘নির্বাচন করাই বড় চ্যালেঞ্জ। সব দল না এলে তা ভালো নির্বাচন হবে না।’

নির্বাচন বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণের সমাপনী দিনে শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন সিইসি। 

নির্বাচনের সময় সংসদ বহাল থাকলে আচরণবিধি সংশোধন করে সংসদ সদস্যদের  ক্ষমতা খর্ব করা হবে কি না- জানতে চাইলে কে এম নূরুল হুদা বলেন, ‘এটা অবশ্যই চিন্তা করা দরকার।  তাদের রেখে নির্বাচন করতে হলে আচরণবিধিতে কিছু পরিবর্তন আনা দরকার।  এটা নিয়ে আমরা চিন্তা করে দেখব।’

তিনি বলেন, ‘কিছু কিছু জিনিস আছে নির্বাচন কমিশনের কিছু করার নেই। সরকারের কাঠামো কেমন হবে, নির্বাচনের সময় সরকার কী রকম- এগুলো সম্পূর্ণ সরকারের বিষয়।  নির্বাচন কমিশনের বিষয় না।  কী রকম সরকার হবে না হবে- সেটা নিয়ে আমরা কিছু করতে পারব না।’

নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিষয়ে সিইসি বলেন, ‘রংপুরে আমরা চেষ্টা করেছি। গাজীপুর ও খুলনায় আংশিক যতটা পারি আমরা সেখানেও আমরা মানুষের কাছে নিয়ে যাব। সেটা যদি গ্রহণযোগ্য হয় তখন ধীরে ধীরে এটাকে সংস্কার করা হবে ‘  

তবে জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে তিনি জানান।

নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) উদ্যোগে বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট (পিআইবি) তিন দিনের এ প্রশিক্ষণের আয়োজন করে। সমাপনী অনুষ্ঠানের ৩৫ জন সাংবাদিকের হাতে সনদ তুলে দেন সিইসি। 

এ সময় তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুয়াল হোসেন  ও পিআইবি মহাপরিচালক শাহ আলমগীর উপস্থিত ছিলেন। আরএফইডির সভাপতি সোমা ইসলাম ও সাধারণ সম্পাদক মঈনুল হক চৌধুরী শুভেচ্ছা বক্তব্য দেন।

৫-৭ এপ্রিল পর্যন্ত প্রশিক্ষণে সাবেক সিইসি এটিএম শামসুল হুদা, সাবেক সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সাদিকসহ নির্বাচন বিশেষজ্ঞরা বিভিন্ন অধিবেশনে বক্তব্য দেন। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads