• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ

ফাইল ছবি

নির্বাচন

রংপুরের ২২ আসন উপহার চান এরশাদ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৬ এপ্রিল ২০১৮

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর অঞ্চলের ২২টি আসন উপহার চেয়েছেন। গতকাল সোমবার নীলফামারীর জলঢাকা উপজেলায় দলীয় এক জনসভায় এ উপহার চান তিনি। একইদিন লালমনিরহাটের আদিতমারি উপজেলায় দলের আরেক জনসভায় ক্ষমতাসীন আওয়ামী লীগের তীব্র সমালোচনা করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, মানুষ এসব থেকে মুক্তি চায়।

নীলফামারী প্রতিনিধি জানান, উপজেলার ডাকবাংলো মাঠে জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে উপজেলা শাখা আয়োজিত সভায় এরশাদ বলেন, ‘আপনারা রংপুরের ২২টি আসন আমাকে উপহার দেন, আমি সরকার উপহার দেব আপনাদের।’ সভার আগে বিভিন্ন দলের শতাধিক কর্মী এরশাদের হাতে ফুলের তোড়া উপহার দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন। সভায় নেতাকর্মীদের উদ্দেশে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘সরকার পরিবর্তন করতে হলে নির্বাচন করতে হয়, কিন্তু নির্বাচন হলে তারা সিল মারেন, নির্বাচন হয় না। আপনারা সিল মারা বন্ধ করতে পারলে আমরা সরকার গঠন করতে পারব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে আগামী নির্বাচন পর্যন্ত হায়াত দেন।’ ১০ টাকা কেজির চাল আর ঘরে ঘরে চাকরির প্রতিশ্রুতি দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় এসেছিলেন মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, কিন্তু শেখ হাসিনা তার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি। দেশের মানুষ ১০ টাকা কেজির চাল ৪০-৫০ টাকায় কিনছে, আর বেকারেরাও চাকরি পায়নি। তিনি দাবি করেন, বর্তমান সরকারের সময় মানুষ অত্যাচার, খুন, গুম আর জুলুম ছাড়া কিছুই পায়নি। জাতীয় পার্টি ক্ষমতায় এলে মানুষ শান্তিতে থাকবে।

লালমনিরহাট প্রতিনিধি জানান, আদিতমারির কুমড়ীরহাট উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় এরশাদ বলেন, আওয়ামী লীগের লোকেরা মেয়েদের নির্যাতন করে, ধর্ষণ করে। কিন্তু নির্যাতিতার বাবা থানায় মামলা দিতে গেলে পুলিশ তা গ্রহণ করে না। ব্যাংকে টাকা রাখলে ফেরত পাওয়া যায় না, লুটপাট হয়। মানুষ এই দুর্বিসহ অবস্থা থেকে মুক্তি চায়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads