• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

সংরক্ষিত ছবি

নির্বাচন

সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবেই খুলনায় ভোট হচ্ছে : কাদের

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৫ মে ২০১৮

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবেই খুলনা সিটি করপোরেশন নির্বাচন হচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফলাফল যা-ই হোক, দল তা মেনে নেবে বলে জানান তিনি।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জে খুলনা সিটির ভোট নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘খুলনায় সুষ্ঠু ভোট হচ্ছে বলেই খবর পাচ্ছি। এখানে জয়ের ব্যাপারে আমরা আশাবাদী। ফলাফল যা-ই হোক না কেন, আওয়ামী লীগ তা মেনে নেবে। আমি বিএনপিকেও একই আহ্বান জানাব।’

বিএনপি বিভিন্ন রকম গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘বিএনপি নেতারা ঢাকায় বসে নানা অপ্রাসঙ্গিক ও গুজব ছাড়াচ্ছেন। এটা ঠিক নয়।’

মঙ্গলাবার কাঁচপুরে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট মহাসড়কে যানজট পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ওবায়দুল কাদের। মহাসড়কগুলোতে ব্যাপক যানজট পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করে সেতুমন্ত্রী বলেন, ঈদের আগে যানজট নিরসন করা হবে।

মঙ্গলবার সকাল ৮টা থেকে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads