• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

গাজীপুর নগর ভবন

সংরক্ষিত ছবি

নির্বাচন

গাজীপুরে আ.লীগের কেন্দ্রীয় নেতাদের আকস্মিক বৈঠক

  • গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২১ মে ২০১৮

আওয়ামী লীগের ডজনখানেক কেন্দ্রীয় নেতা আকস্মিকভাবে গাজীপুর এসে জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে ঘরোয়া বৈঠক করেছেন। গতকাল রোববার দুপুর ১২টায় স্থানীয় সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেলের টঙ্গীর বাসভবনে এ বৈঠক হয়। আসন্ন গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে দলীয় প্রতীক নৌকার বিজয় সুনিশ্চিতে করণীয় ঠিক করতে এ বৈঠক হয় বলে বৈঠক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

বৈঠকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান, ড. আবদুর রাজ্জাক, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, জাহিদ আহসান রাসেল এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, নওফেল আহম্মেদ চৌধুরী, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী উপস্থিত ছিলেন।

গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেল জানান, কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রতীক নৌকার বিজয়কে সুনিশ্চিতকরণ ও নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন সাংগঠনিক কৌশল নির্ধারণ এবং গাজীপুরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করতে এ বৈঠক হয়। দুপুর ১২টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত এ বৈঠকে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা ও মনিটরিংয়ের জন্য দলীয় কার্যালয়ে একটি অস্থায়ী অফিস স্থাপনের সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকে অংশ নেওয়া গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান জানান, স্থানীয় দলীয় সংসদ সদস্যের টঙ্গীর বাসভবনের ওই ঘরোয়া বৈঠকে গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং গাজীপুর সিটি করপোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না। তিনি জানান, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা ও সাংগঠনিক বিভিন্ন দিক ও কৌশল নিয়ে বৈঠকে আলোকপাত করা হয়। তবে এর বেশি বিস্তারিত আর কিছু জানাতে তিনি রাজি হননি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads