• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
প্রার্থী নয় নৌকার পক্ষে কাজ করুন

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সংরক্ষিত ছবি

নির্বাচন

গাজীপুর নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী

প্রার্থী নয় নৌকার পক্ষে কাজ করুন

  • অভিজিৎ ভট্টাচার্য্য
  • প্রকাশিত ২২ মে ২০১৮

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী নয় নৌকা মার্কার পক্ষে গাজীপুরের মন্ত্রী ও সংসদ সদস্যদের একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে নেতাদের মধ্যে কোনো বিরোধ কিংবা ঝামেলার কথা শুনতে চান না বলেও উল্লেখ করেন তিনি।

একই সঙ্গে দলীয় মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমকে উদ্দেশ করে বলেছেন, প্রার্থী হয়েই সে যেন মনে না করে যে পাস করে গেছি। ভোটে পাস করা কঠিন। এজন্য প্রার্থীকে নিরলসভাবে কাজ করার কথা বলেছেন তিনি। এ ছাড়া আসন্ন বাজেট নিয়েও কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকের অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। বৈঠকে অংশ নেওয়া একাধিক মন্ত্রীর সঙ্গে কথা বলে এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। বৈঠক শেষে চলমান রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা ওঠে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন মন্ত্রী জানান, আগামী ২৬ জুন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ। সেখানে ঐক্যবদ্ধভাবে কাজ করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। সদ্য অনুষ্ঠিত খুলনা সিটি করপোরেশন নির্বাচনের মতো গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনেও আওয়ামী লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, খুলনা সিটি নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করায় দলের মেয়র প্রার্থী বিজয়ী হয়েছেন। খুলনার নির্বাচন সুষ্ঠু হয়েছে। তিন জায়গায় ঝামেলা হয়েছিল সেখানকার নির্বাচন তো বন্ধ রয়েছে। কিন্তু বিএনপি যেভাবে অভিযোগ করছে, সে রকম কোনো সমস্যা হয়নি। সমস্যা হলে বিএনপির প্রার্থী এত ভোট কীভাবে পেলেন? সেখানে আমাদের দলের নেতাকর্মীরা এক হয়ে কাজ করেছেন। আওয়ামী লীগের প্রার্থী তালুকদার খালেকের ইমেজ ভালো। এর আগে যখন তিনি মেয়র ছিলেন তখন সেখানে অনেক কাজ করেছেন। এজন্যই তিনি বিজয়ী হয়েছেন।

গাজীপুরের সংসদ সদস্য ও সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তোমাদের যে কর্মীরা রয়েছে তাদের নির্বাচনী প্রচারাভিযানে নামাতে হবে। একই নির্দেশ তিনি জাহিদ আহসান রাসেলকেও (গাজীপুরের অন্য সংসদ সদস্য) দিয়েছেন। মন্ত্রী না হওয়ায় মন্ত্রিপরিষদের বৈঠকে তিনি উপস্থিত ছিলেন না। তবে এই নির্দেশ তাকে বলার জন্য উপস্থিত দুই মন্ত্রীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, ঐক্যবদ্ধভাবে কাজ করায় খুলনায় বিজয় এসেছে। গাজীপুরেও ওই ধারা এগিয়ে নিতে কাজ করতে হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের উদ্দেশে বলেন, কে প্রার্থী হবেন, তা বিবেচনায় আনার প্রয়োজন নেই। নৌকা মার্কার পক্ষে কাজ করুন। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, গাজীপুরের নির্বাচনে যেন নৌকা মার্কার প্রার্থী বিজয়ী হন, সেজন্য আপনার নির্বাচনী এলাকার নেতাকর্মীদেরও এই নির্বাচনের কাজে যুক্ত করুন।

মন্ত্রিসভায় স্থান পাওয়া জাতীয় পার্টির মন্ত্রীদের উদ্দেশে বিএনপির আমলে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের ওপর যে অত্যাচার নির্যাতন হয়েছিল তার চিত্র দেশবাসীর কাছে তুলে ধরার কথা বলেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ১৯৯১-৯৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের সময় জাতীয় পার্টি যে এত মার খেলো, এত অত্যাচার-নির্যাতনের শিকার হলো সে বিষয়টি কেন জনসমক্ষে তুলে না ধরার বিষয়টি মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত জাতীয় পার্টির মন্ত্রীদের কাছে জানতে চান। এ সময় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু প্রধানমন্ত্রীকে জানান, বিষয়টি দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বিভিন্ন সভা সমাবেশে বলছেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads