• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
নির্বাচন সুষ্ঠু ও অবাধ হলে ধানের শীষের বিজয় নিশ্চিত : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী

সংরক্ষিত ছবি

নির্বাচন

নির্বাচন সুষ্ঠু ও অবাধ হলে ধানের শীষের বিজয় নিশ্চিত : রিজভী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৫ জুন ২০১৮

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গাজীপুরে ভোট ডাকাতির সর্বোচ্চ রেকর্ড গড়তে প্রস্তুতি নিয়ে রেখেছে ইসি ও প্রশাসনের কর্মকর্তারা। ভোট যদি সুষ্ঠু ও অবাধ হয়, তা হলে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না।

সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী অভিযোগ করেন, রোববার রাতে শত শত বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের বাড়িতে বাড়িতে হানা দিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। এখন পর্যন্ত দেড় শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

রিজভী আরো বলেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় থাকতে পছন্দ করে না। তাই সকল যায়গার নিজেদের লোক নিয়োগ দিয়ে নিজেদের অবস্থান শক্ত করেছে আওয়ামী সরকার।

রিজভী বলেন, নির্বাচনে জনগণের মধ্যে ভোট নিয়ে উদ্বেগ ও আশঙ্কা আরও গভীরতর হচ্ছে। তবে সব বাধাবিপত্তি অতিক্রম করে ভোটাররা কেন্দ্রে ভোট দিতে আসবেন। ভোট যদি সুষ্ঠু ও অবাধ হয়, তা হলে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না।

এসময় তিনি বিএনপির যত নেতাকর্মীকে অবৈধ ভাবে আটক করা হয়েছে তাদেরকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি জানান

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads