• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯
‘১৫৯ নয়, অনিয়ম হয়েছে ৬০ কেন্দ্র ‘

লোগো ইডব্লিউজি

সংরক্ষিত ছবি

নির্বাচন

গাজীপুর সিটি নির্বাচন

‘১৫৯ নয়, অনিয়ম হয়েছে ৬০ কেন্দ্র ‘

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০১ জুলাই ২০১৮

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে আগের বক্তব্য থেকে সরে এসেছে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি)। ৪৬ দশমিক ৫ শতাংশ বা ১৫৯ কেন্দ্রে অনিয়মের কথা গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বলা হলেও এবার সংগঠনটি বলছে অনিয়ম হয়েছে ৬০টি কেন্দ্রে। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো ইডব্লিউজির নির্বাহী কমিটির পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ইডব্লিউজি কখনো বলেনি নির্বাচন সুষ্ঠু হয়নি। তারা মোট কেন্দ্রের ৩০ দশমিক ৪ শতাংশ পর্যবেক্ষণ করেছে। যেসব কেন্দ্র পর্যবেক্ষণ করা হয়নি, সেসব কেন্দ্র নিয়ে ইডব্লিউজির মন্তব্য করার সুযোগ নেই। নির্বাচনী অনিয়মের যে কথা বলা হয়েছে সেগুলো হলো কেন্দ্র অননুমোদিত ব্যক্তির উপস্থিতি (৩০টি), কেন্দ্রের ৪০০ গজের মধ্যে নির্বাচনী প্রচারণা করা (২৮টি), প্রার্থীর ভোটার আনা-নেওয়া যানবাহন সরবরাহ করা (২৪টি)। জাল ভোটের ঘটনা পর্যবেক্ষিত হয়েছে ২১টি কেন্দ্রে। এব ঘটনা ঘটেছে পর্যবেক্ষিত ১১ কেন্দ্রে, যেখানে তাদের পর্যবেক্ষকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads