• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
বরিশালে বিএনপি প্রার্থীকে নির্বাচনী প্রচারে বাধা দেওয়া হচ্ছে -রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

সংরক্ষিত ছবি

নির্বাচন

বরিশালে বিএনপি প্রার্থীকে নির্বাচনী প্রচারে বাধা দেওয়া হচ্ছে -রিজভী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১২ জুলাই ২০১৮

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, আগামী ৩০ জুলাই বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থীকে নির্বাচনী প্রচারে বাধা দেওয়া হচ্ছে। সেখানে নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকা প্রাণহীন পাথর বলেও মন্তব্য করেছেন তিনি। গতকাল বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে গাড়িতে ফ্ল্যাগ উড়িয়ে আবুল হাসনাত আবদুল্লাহ সার্কিট হাউজ ও বরিশাল ক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নৌকা প্রার্থীর পক্ষে প্রচার চালিয়ে যাচ্ছেন। সিটি করপোরেশনের সীমানার বাইরে থেকে লোকজনদের নিয়ে এসে নৌকা মার্কার পক্ষে মহড়া চলছে। ধানের শীষের মেয়র প্রার্থী অ্যাডভোকেট মজিবুর রহমান সারোয়ার প্রচার মিছিল বের করলে সেই মিছিলে পুলিশ বাধা দিচ্ছে, কিন্তু নৌকা প্রতীকের প্রার্থীর মিছিল সারা মহানগর অবাধে প্রদক্ষিণ করছে। অথচ ইসি নির্বিকার বসে আছে। বিএনপি প্রার্থীর অভিযোগের কোনো মূল্য নেই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads