• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
উন্নয়নে নিবেদিত থাকতে চাই : আরিফ

আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান

সংরক্ষিত ছবি

নির্বাচন

সিসিক নির্বাচন

উন্নয়নে নিবেদিত থাকতে চাই : আরিফ

  • সিলেট ব্যুরো
  • প্রকাশিত ১৩ জুলাই ২০১৮

আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের সঙ্গে গতকাল বৃহস্পতিবার গণসংযোগে অংশ নিয়েছেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন। এ সময় ছাত্রলীগের একটি দলও গণসংযোগে অংশ নেয়।

এদিকে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী গণসংযোগকালে বলেছেন, অতীতে সুখে-দুঃখে-দুঃসময়ে সিলেটের মানুষ যেভাবে আমাকে আগলে রেখেছেন, তা আমি এবং আমার পরিবার কোনোদিন ভুলব না। উন্নয়নকামী সিলেটবাসীর ভালোবাসা ও মমতার প্রতিদান হিসেবে আমি আমার বাকি জীবন সিলেটের উন্নয়নে সঁপে দিয়েছি, জীবনের শেষ দিনটি পর্যন্ত সিলেটের উন্নয়নে নিবেদিত থাকতে চাই।’

ছাত্রলীগ সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনকে নিয়ে সকালে নগরীর আম্বরখানা থেকে চৌহাট্টা পর্যন্ত গণসংযোগ করেন নৌকার প্রার্থী কামরান। এ সময় জাকির হোসাইন বলেন, সিলেট সিটি নির্বাচনে আমরা শেখ হাসিনার নৌকার জন্য ভোট চেয়েছি। ছাত্রলীগের প্রচারণার মূল লক্ষ্য ছিল তরুণদের কাছে নৌকার জন্য ভোট চাওয়া।

গণসংযোগে বিভিন্ন পথচারী, ব্যবসায়ী, সুশীল সমাজ ও রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে কুশল বিনিময় করেন কামরান। তিনি বলেন, সিলেট সিটি করপোরেশনকে জনমুখী প্রতিষ্ঠান করা হবে। জনগণকে সেবা দেওয়াই আমার মূল লক্ষ্য। নির্বাচিত হলে জনগণের সুবিধার কথা মাথায় রেখে কাজ করব। এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফয়জুল আনোয়ার আলাওর, মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, যুগ্ম সম্পাদক মুশফিক জায়গীরদার, সেলিম আহমদ সেলিম, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-গণযোগাযোগ বিষয়ক সম্পাদক মঈনুল ইসলাম ফয়সল, সদস্য শাহ আলম শাওন, আবদুল লতিফ রিপন, মহানগর ছাত্রলীগের সভাপতি আবদুল বাসিত রুম্মান প্রমুখ।

সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় দুপুরে গণসংযোগকালে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত ও ২০-দলীয় ঐক্যজোট সমর্থিত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেন, ‘সিলেটের পবিত্র ভূমিতে যারা অতীতে অন্যায়-অবিচার করেছেন তারা পেশাজীবন, পারিবারিক ও সামাজিক ক্ষেত্রে ধ্বংস হয়েছেন। এ সিলেটের মানুষ যেমন অন্যায়কে সহ্য করেন না, তেমনি এ পবিত্র মাটির সঙ্গে প্রতারণা-প্রবঞ্চনা করে কেউ শান্তিতে থাকতে পারেননি।’

গণসংযোগকালে সর্বস্তরের ব্যবসায়ী নেতাদের কাছে আরিফুল হক চৌধুরী দোয়া ও আশীর্বাদ কামনা করে বলেন, ‘নানা প্রতিবন্ধকতা, বাধা-বিপত্তির মধ্য দিয়েও ইস্পাত কঠিন মনোবল নিয়ে আমি নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছি। ইতোমধ্যে আমার সমর্থক ও অনুসারীদের নানাভাবে হয়রানি করা শুরু হয়েছে। কিন্তু আমি ভয় পাই না, কারণ সিলেটবাসী আমার সঙ্গে আছেন।’

আরিফের গণসংযোগকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আম্বরখানা ব্যবসায়ী সমিতির সভাপতি কুতুবর রহমান চৌধুরী, খেলাফত মজলিস সিলেট মহানগর সহসভাপতি আবদুল হান্নান তাপাদার, শ্রমিক দল মহানগর শাখার সিনিয়র সহসভাপতি মাসুক এলাহী, যুবদলের যুগ্ম সম্পাদক আবদুুল শুক্কুর, ব্যবসায়ী নেতা বদরুজ্জামান বদরুলসহ আরো অনেকে।

আরিফুল হক চৌধুরী জোহরের নামাজ বন্দরবাজারস্থ কালেক্টরেট মসজিদে আদায় করেন এবং নামাজ আদায় শেষে মুসল্লি­দের সঙ্গে কুশল বিনিময় এবং দোয়া কামনা করেন।

এদিকে আরিফুল হক চৌধুরীর সহধর্মিণী সামা হক চৌধুরী গতকাল সকাল থেকে মহানগরীর দাঁড়িয়াপাড়া, জলারপাড়, রিকাবীবাজার, মেডিকেল রোড এলাকা ও সংলগ্ন পাড়া মহল­ায় ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন। এ সময় তিনি বলেন, ‘আরিফুল হক চৌধুরীর পরিবারের একমাত্র ভরসার জায়গা সিলেটের জনগণ।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads