• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
২০০১ সালের মতো নীলনকশার নির্বাচন আর হবে না

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল

সংরক্ষিত ছবি

নির্বাচন

চট্টগ্রামে ওবায়দুল কাদের

২০০১ সালের মতো নীলনকশার নির্বাচন আর হবে না

  • চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত ১৩ জুলাই ২০১৮

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি যতই রঙিন খোয়াব দেখুক, ২০০১ সালের সেই নীলনকশার নির্বাচন বাংলাদেশে আর হবে না।’ তিনি গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের পটিয়ায় বাইপাস সড়কের নির্মাণকাজ সরজমিনে দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আগামী একাদশ জাতীয় নির্বাচনের কার্যক্রম সম্পূর্ণভাবে পরিচালনা করবে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনী তফসিল ঘোষণার পর লেভেল প্লেয়িং ফিল্ড থেকে শুরু করে সব দলকে নির্বাচনে আনতে উদ্যোগ নেবে প্রতিষ্ঠানটি। এখানে সরকারের কোনো করণীয় থাকবে না। তবে নির্বাচন কমিশন যে বিষয়ে সহযোগিতা চাইবে, সরকার সেটা করবে।

নির্বাচনের আগে প্রধান দুই দলের ভারত সফর সম্পর্কে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ রাজনৈতিক দলের আমন্ত্রণে ভারত গেলেও বিএনপি কারো আমন্ত্রণ ছাড়াই ভারত গেছে।’ নির্বাচন নিয়ে ভারত সরকারের সঙ্গে কোনো কথা হয়নি বলেও দাবি করেন সেতুমন্ত্রী।

এদিকে সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় ১০৩ কোটি টাকা ব্যয়ে ৫ দশমিক ২ কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণের ৭০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।

গত বছরের শেষের দিকে পটিয়া বাইপাস সড়কের নির্মাণকাজ উদ্বোধন করা হয়। আগামী বছরের জুনে এ প্রকল্প বাস্তবায়ন হওয়ার কথা। প্রকল্পটি বাস্তবায়ন হলে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের পটিয়া সদর অংশে ভয়াবহ যানজট থেকে রক্ষা পাবেন যাত্রীরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads