• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
জনকল্যাণে কাজ করার প্রতিশ্রুতি

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)

সংরক্ষিত ছবি

নির্বাচন

অভিন্ন মঞ্চে ৬ মেয়র প্রার্থী

জনকল্যাণে কাজ করার প্রতিশ্রুতি

  • বরিশাল প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ জুলাই ২০১৮

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ৭ মেয়র প্রার্থীর মধ্যে ৬ জন গতকাল শুক্রবার এক মঞ্চে উপস্থিত হয়েছিলেন। তারা নির্বাচিত হলে বরিশাল নগরীর জন্য কী কী কাজ করবেন তা তুলে ধরার পাশাপাশি উপস্থিত নাগরিকদের প্রশ্নের উত্তর দেন। নগরীর অশ্বিনী কুমার হলে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে এ দৃশ্য দেখা যায়।

অনুষ্ঠানে অংশ নেওয়া মেয়র প্রার্থীরা হলেন- বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের ইকবাল হোসেন তাপস, স্বতন্ত্র প্রার্থী (জাতীয় পার্টির বিদ্রোহী) বশির আহমেদ ঝুনু, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের ওবাইদুর রহমান মাহবুব, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কাস্তে প্রতীকের আবুল কালাম আজাদ ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) মই প্রতীকের প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী। অনুষ্ঠানে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ অংশ নেননি।

সুজন বরিশাল মহানগরের সভাপতি অধ্যাপিকা শাহ শাজেদার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন। সুজনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ড. বদিউল আলমের সঞ্চালনায় মেয়র প্রার্থীরা স্ব স্ব বক্তব্য তুলে ধরেন।

অনুষ্ঠানে বিএনপিদলীয় মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার বলেন, ভোটের নির্বাচনে অংশ নিয়েছি। কিন্তু মানুষের মধ্যে সন্দেহ, সংশয় রয়েছে সুষ্ঠু ভোট হবে কি না। স্থানীয় সরকারের এ নির্বাচন দলীয়ভাবে হওয়ায় নির্বাচনটিতে দলীয়করণ করা হচ্ছে। সরোয়ার বিগত সময়ে মেয়র থাকাকালের উন্নয়ন ফিরিস্তি জনগণের সামনে তুলে ধরেন।

রাজনৈতিক দল থেকে নির্বাচিত হয়ে এলেও দলমত নির্বিশেষে সবার সহযোগিতায় সন্ত্রাস, মাদকমুক্ত ও দলীয় প্রভাবমুক্ত একটি আধুনিক সুন্দর পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন ধানের শীষের প্রার্থী সরোয়ার। তিনি বলেন, নবীনদের জন্য পার্ক, নারীবান্ধব নগরী গড়ে তোলার জন্য টয়লেট, নারী হোস্টেল নির্মাণ করে দেব। নগরীর জলাবদ্ধতা দূর করার জন্য জেলখালসহ অন্য খালগুলো খনন ও উদ্ধার করার কথাও জানান তিনি।

জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস উপস্থিত জনগণ এবং প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন দেবেন, এ আশা থাকল। আজকে নাগরিক অধিকার ভূলুণ্ঠিত হচ্ছে। মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। মানুষকে সেবা দেওয়ার জন্য প্রয়োজন মন ও মানসিকতা। তাই নিজের জাগ্রত বোধ থেকে নগরবাসীকে সেবা দেওয়া এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠিত করার লক্ষ্যে নির্বাচনে তিনি প্রার্থী হয়েছেন। মেয়র নির্বাচিত হলে খাল খননের পাশাপাশি নগর ভবনের নাম পরিবর্তন করে ‘সেবক ভবন’ করবেন এবং নগর পিতার স্থলে ‘নগর সেবক’ বলবেন বলেও জানান তাপস।

স্বতন্ত্র প্রার্থী (জাপার বিদ্রোহী) বশির আহমেদ ঝুনু জানান, তিনি মেয়র নির্বাচিত হলে সিটি করপোরেশনকে ‘মিস্টার টেন পারসেনটেজ মুক্ত’ করবেন। তিনি বলেন, বরিশাল শহর অনেক দিক থেকে অবহেলিত ও অনুন্নত। নগরবাসী অনুন্নত জীবনযাপন করছে। আমাকে সুযোগ দিলে নগরবাসীর জন্য কাজ করে যাব। ১০টি ইউনিয়নকে সিটি করপোরেশনের আওতায় আনব। শিশুদের জন্য আধুনিক পার্কসহ অন্যান্য পরিকল্পনার মাধ্যমে উন্নয়ন করব।

বাসদের মেয়র প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী বলেন, বরিশাল সিটি করপোরেশনে গত ১৫ বছরে যে উন্নয়ন হয়েছে তা অপরিকল্পিত। নির্বাচিত হতে পারলে তিনি মাস্টারপ্ল্যানের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে উন্নয়ন করবেন। তিনি জানান, বেকার সমস্যা সমাধানে শিল্প প্রতিষ্ঠান ও কৃষিভিত্তিক ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি গড়ে তুলবেন। খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা দূর করে হারিয়ে যাওয়া ‘প্রাচ্যের ভেনিস’কে ফিরিয়ে আনবেন। নারী ও শিশুবান্ধব নগরী হিসেবে বরিশালকে গড়তে নারীদের আলাদা টয়লেট, হোস্টেল, পার্ক এবং প্রতি ওয়ার্ডে একটি করে স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলার প্রতিশ্রুতি দেন মনীষা।

সিপিবির প্রার্থী আবুল কালাম আজাদ অনুষ্ঠানে জানান, নির্বাচিত হলে নগরীর রাস্তাঘাটের উন্নয়ন, শিল্পভিত্তিক নগরী গড়া, বেকারত্ব দূর, বস্তিবাসীদের পুনর্বাসন, মাদক ও সন্ত্রাসমুক্ত নারীবান্ধবসহ সুন্দর ও ভালো নগরী উপহার দিতে পারবেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ওবাইদুর রহমান মাহবুব বলেন, সিটি করপোরেশনকে ‘পারসেন্টেজ মুক্ত’ করবেন। করপোরেশনের যে আয় রয়েছে তা দিয়ে সঠিক ও সুন্দরভাবে উন্নয়ন করা যায়। সকল ধরনের সেবা দেওয়ার জন্য তিনি প্রস্তুত রয়েছেন। 

অনুষ্ঠানে নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার ভোটাররা মেয়র প্রার্থীদের বিভিন্ন প্রশ্ন করেন। সবাই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আশা করেন। প্রার্থীরা যোগ্য ও সৎ প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান। 

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads