• শনিবার, ৩০ মার্চ ২০২৪, ১৬ চৈত্র ১৪২৮
বরিশালে পাল্টাপাল্টি অভিযোগ

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচন

সংরক্ষিত ছবি

নির্বাচন

বরিশালে পাল্টাপাল্টি অভিযোগ

  • কামাল মাছুদুর রহমান, বরিশাল
  • প্রকাশিত ২৩ জুলাই ২০১৮

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে ১ নারীসহ ৭ মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। তবে নির্বাচনী প্রচারণা নিয়ে প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীরা একে অপরের বিরুেদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে ধরেন। বরিশালে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া সুষ্ঠু পরিবেশ বজায় রয়েছে।

২০ দলীয় জোট সমর্থিত বিএনপি প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার গতকাল রোববার নগরীর নবগ্রাম রোড ফরেস্টারবাড়ী এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করে ভোটারদের কাছে ভোট দেওয়ার আহ্বান জানান। গণসংযোগকালে সরোয়ার বলেন, নির্বাচনী পরিবেশ ঘোলা করতে জামায়াতের নেতা জহিরউদ্দিন মোহাম্মদ বাবরকে গ্রেফতার করা হয়েছে। জামায়াত তাদের সঙ্গে আছে বলেই এই গ্রেফতার। যতই গ্রেফতার, জুলুম নির্যাতন হোক না কেন শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকব এবং রেজাল্ট নিয়ে ঘরে ফেরব। এ ছাড়া তিনি সরকারি দলের মেয়র প্রার্থীর পক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা প্রচারণায় অংশ নিয়ে তাদের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনেন। গণসংযোগকালে তার সঙ্গে ছিলেন বিএনপি নেতা আনোয়ারুল হক তারিন, যুবদল নেতা খন্দকার আবুল হাসান লিমনসহ দলীয় কর্মীরা। অপরদিকে ধানের শীষ প্রতীকের পক্ষে নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মেজবাহউদ্দিন ফরহাদ।

এদিকে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ গতকাল রোববার নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগকালে লিফলেট বিতরণ করেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি প্রার্থী যে অভিযোগ করেছেন তার কোনো ভিত্তি নেই। আমাদের নেতাকর্মী-সমর্থকদের বলে দিয়েছি আচরণবিধি কোনো প্রকার লঙ্ঘন না করতে। বিএনপির অভিযোগ প্রমাণ করতে পারলে নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তিনি জানান, এখন পর্যন্ত বরিশালে সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। আশা করছি নির্বাচনের দিনও সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে এবং ভোটাররা উৎসবমুখর পরিবেশে নিজ নিজ কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করবেন।

জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস গতকাল রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর অশ্বিনী কুমার হলে সচেতন নাগরিক কমিটি সনাক আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন। পরে তিনি নগরীর হাটখোলা এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটাদের প্রতি আহ্বান জানান। গণসংযোগকালে তার সঙ্গে ছিলেন, কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ মহসিন-উল-ইসলাম হাবুলসহ দলীয় অন্য নেতাকর্মীরা। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী ওবাইদুর রহমান মাহবুব, বাসদের মই প্রতীতের প্রার্থী ডা. মণীষা চক্রবর্তী, সিপিবির কাস্তে প্রতীকের আবুল কালাম আজাদ এবং স্বতন্ত্র মেয়র প্রার্থী বশির আহমেদ ঝুনু হরিণ প্রতীকের পক্ষে নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করে নিজ নিজ দলের লিফলেট বিতরণ করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads