• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
ধোঁকাবাজিতে বিভ্রান্ত হবেন না : কামরান

সিলেট মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান

সংরক্ষিত ছবি

নির্বাচন

সিলেট সিটি নির্বাচন

ধোঁকাবাজিতে বিভ্রান্ত হবেন না : কামরান

  • সিলেট ব্যুরো
  • প্রকাশিত ২৪ জুলাই ২০১৮

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, কারো ধোঁকাবাজিতে বিভ্রান্ত হবেন না। সুন্দর ও আধুনিক নগরী গড়তে সবাই নৌকা প্রতীকে নিজেদের মূল্যবান ভোট দিন। গতকাল সোমবার সকালে নগরীর ২১ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

সোনারপাড়া, হাতিমবাগ, গোলাপবাগ ও শাপলাবাগ এলাকায় গণসংযোগ করার সময় কামরান বলেন, সিলেট নগরীর লোকজন আমাকে বার বার তাদের সেবা করার সুযোগ দিয়েছেন। অনুপ্রেরণা যুগিয়েছেন নব উদ্যমে এগিয়ে চলতে। এই নগরবাসীই আমার স্বপ্নদ্রষ্টা ও স্বপ্নসারথি। জনতার রায়ে নির্বাচনে নৌকারই বিজয় হবে।

এদিকে প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে ধানের শীষের সমর্থনে বিএনপির মহানগর, জেলার নেতারা ছাড়াও গণসংযোগে অংশ নিচ্ছেন কেন্দ্রীয় নেতারা। এ ছাড়া ২০-দলীয় জোটের নেতারাও জোরালোভাবে প্রচার চালাচ্ছেন।

আরিফ গতকাল সকালে নগরীর সোবহানীঘাটস্থ কাঁচাবাজারে গণসংযোগ করেন। এ ছাড়া কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে তিনি দুপুরে নগরীর জালালাবাদ ও পশ্চিম পীরমহল্লা এবং বাদ জোহর সুবিদবাজারের বনকলাপাড়া, কলাপাড়া এবং লন্ডনী রোডে গণসংযোগ করেন। এ সময় গণসংযোগে অংশ নেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) রুহুল আনাম চৌধুরী, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আনদুল আউয়াল মিন্টু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন।

বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, আরিফুল হক চৌধুরী মানুষের জন্য চিন্তা করেন। নগরীর উন্নয়নের জন্য তিনি অনেক ত্যাগ-তিতিক্ষা স্বীকার করেছেন। আড়াই বছরের বেশি সময় জেল খেটেছেন। মূলত একটি সুন্দর নগরী গড়ে তোলার মিশন নিয়ে কাজ করেছেন বলেই তিনি সরকারের কাছে অপরাধী হয়েছেন। যারা তাকে বন্দি করে উন্নয়ন বাধাগ্রস্ত করেছিল, আপনাদের ভোটের মাধ্যমেই তার সমুচিত জবাব দিতে হবে। ষড়যন্ত্রকারীদের বুঝিয়ে দিতে হবে, সিলেটের মানুষ অন্যায়কে কখনো ছাড় দেয় না।

বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী ‘ষড়যন্ত্রকারীদের’ প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, আপনারা যারা অতি উৎসাহী হয়ে নির্বাচনের পরিবেশকে নষ্ট করার পাঁয়তারা করছেন তারা নিজেরা খাল কেটে কুমির আনছেন। এই সিলেটে কেউ অন্যায় করে পার পায় না। তাকে অবশ্যই শাস্তি পেতে হয়।

আরিফ বলেন, আমার প্রতি আপামর জনতার ভালোবাসা দেখে আমি অভিভূত। এই ভালোবাসা আমার দায়বদ্ধতাকে বাড়িয়ে দেয়। এজন্য মানুষের কল্যাণে তথা নগরীর উন্নয়নে শ্রেষ্ঠ কাজটি উপহার দিতে চেষ্টা করি। আমাকে আবারো ভোট দিয়ে নির্বাচিত করলে আপনাদের সেবার মাধ্যমে নগরীর যাবতীয় সমস্যা সমাধান করে একটি সুন্দর ও আধুনিক নগরী উপহার দেব। এ সময় অন্যান্যের মধ্যে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদসহ বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

২১ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে আওয়ামী লীগের মেয়র প্রার্থী কামরান বলেন, মেয়র থাকাকালে নগরীর উন্নয়নে মাস্টারপ্ল্যান গ্রহণ করেছিলাম। নির্বাচিত হলে সেই মাস্টারপ্ল্যান অনুযায়ী এবার পুরো নগরীকে সাজাব। গণসংযোগকালে তার সঙ্গে ছিলেন ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল আহাদ চৌধুরী মিলন, সাধারণ সম্পাদক ইসমাইল মাহমুদ সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জুয়েল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটু, শাপলা সংঘের সভাপতি গোলাম রহমান চৌধুরী রাজন প্রমুখ।

​দুষলেন কামরান, উড়িয়ে দিলেন আরিফ : নগরীর শাহপরান থানার টুলটিকর এলাকায় স্থাপিত বদর উদ্দিন আহমদ কামরানের ছোট একটি নির্বাচনী কার্যালয়ে গত শনিবার রাত ৩টার দিকে দুর্বৃত্তরা আগুন দেয়। আগুন নেভানোর আগেই পোস্টার, লিফলেটসহ কিছু মালামাল পুড়ে যায়। এ নিয়ে কামরান দুষছেন প্রধান প্রতিদ্বন্দ্বী দল বিএনপিকে।

এ অভিযোগ উড়িয়ে দিয়ে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেন, এ ধরনের কোনো নোংরামির সঙ্গে আমরা জড়িত নই। আমাদের কোনো নেতাকর্মী এ ঘটনা ঘটায়নি।

এ ব্যাপারে শাহপরান থানার ওসি আখতার হোসেন বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খুঁজে বের করার চেষ্টা চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads