• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
তিন সিটিতে সুষ্ঠু নির্বাচনের আশা নেই : মান্না

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না

সংরক্ষিত ছবি

নির্বাচন

তিন সিটিতে সুষ্ঠু নির্বাচনের আশা নেই : মান্না

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৪ জুলাই ২০১৮

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে তিন সিটি করপোরেশনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আশা দেখছেন না নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। গতকাল সোমবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত ‘কোটা আন্দোলনে নিপীড়িত শিক্ষার্থীদের প্রতি সংহতি ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, সারা দেশের সাধারণ শিক্ষার্থীসহ সব স্তরের মানুষ কোটা সংস্কারের মতো একটা নৈতিক দাবিকে সমর্থন করেছে। সরকার প্রথমে সেই দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা থেকে কৌশলে সরে গেছে। সেই সঙ্গে সারা দেশে দলীয় ক্যাডারদের মাধ্যমে আন্দোলনকারীদের ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে। তাদের হামলা থেকে নিস্তার পায়নি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও।

তিনি বলেন, দেশে এক ভয়াল অবস্থা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে জাতীয় কেন, কোনো নির্বাচনই সুষ্ঠুভাবে হওয়ার পরিবেশ নেই।

মান্না বলেন, মানুষের সর্বশেষ আশ্রয়স্থল আদালত ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু গত রোববার কুষ্টিয়ায় মাহমুদুর রহমানের ওপর যে ন্যক্কারজনক হামলার ঘটনা ঘটেছে এতে মানুষের শেষ আশ্রয়টুকুর প্রতিও আস্থা হারিয়ে যেতে বসেছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, পাওয়ার সেলের সাবেক মহাপরিচালক বিডি রহমাতুল্লাহ প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads