• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
সিলেটে এগিয়ে বিএনপির আরিফুল

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী

ছবি: সংগৃহীত

নির্বাচন

সিলেটে এগিয়ে বিএনপির আরিফুল

  • সিলেট প্রতিনিধি
  • প্রকাশিত ৩১ জুলাই ২০১৮

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী এগিয়ে রয়েছেন। ১৩৪টি কেন্দ্রের মধ্যে ১৩২টি কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়েছ। স্থগিত রয়েছে দুটি কেন্দ্রের ফল। আরিফুল হক পেয়েছেন ৯০ হাজার ৪৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন কামরান পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট।

তবে আরিফুলকে এখনও আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়নি। এ দুইটি কেন্দ্রের মোট ভোট সংখ্যা ৪৭৮৭।

য়েকটি এলাকায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া, ককটেল বিস্ফোরণ, পুলিশের গুলি, ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনতাই, ব্যালট পেপারে আগেই সিল মেরে রাখাসহ নানা অশান্তির মধ্য দিয়ে সুরমাপাড়ের শহর সিলেটে গতকাল সোমবার ভোট শেষ হয়েছে। পুলিশের গুলিতে তিনজন আহত হয়েছেন। আরেক কেন্দ্রে সংঘর্ষের মধ্যে পড়ে জখম হয়েছেন একজন ম্যাজিস্ট্রেট। ভোট শেষ হওয়ার কিছুক্ষণ আগে প্রথম আলোর শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিকে পিটিয়ে আহত করেছে ছাত্রলীগ ও পুলিশের কিছু সদস্য। সব মিলিয়ে নির্বাচনের দিন সাংবাদিকসহ প্রায় ১০ জন আহত হয়েছেন। সারা দিনে বিএনপি ৪৭টি লিখিত অভিযোগ দায়ের করেছে রিটার্নিং কর্মকর্তার কাছে। তবে দুটি কেন্দ্রে ইভিএমে ভোট দিয়ে ভোটাররা উচ্ছ্বসিত।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads