• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
বিএনপির ব্যয়ের চেয়ে আয় বেশি

বিএনপির লোগো

সংরক্ষিত ছবি

নির্বাচন

ইসিতে দেওয়া হিসাব 

বিএনপির ব্যয়ের চেয়ে আয় বেশি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০১ আগস্ট ২০১৮

বর্তমানে বিএনপির হাতে বা ব্যাংকে রয়েছে ৫ কোটি ২৬ লাখ ৫২ হাজার ৯৪৮ টাকা। গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি। এবারো দলের ব্যয় থেকে আয় বেশি হয়েছে বলে জানিয়েছে দলটি।

নির্বাচন কমিশনের কার্যালয়ে বিএনপির আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি আবুল খায়ের ভূঁইয়া ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া উপস্থিত ছিলেন।

হিসাব জমা শেষে খোকন সাংবাদিকদের বলেন, আইন অনুযায়ী প্রত্যেকটি রাজনৈতিক দলের বার্ষিক আয় ব্যয়ের হিসাব দিতে হয়। ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আয় ব্যয়ের হিসাব সচিবের কাছে জমা দিয়েছি। এই সময়ের মধ্যে বিএনপির মোট আয় ৯ কোটি ৪৬ লাখ ২৪ হাজার ৯০২ টাকা হয়েছে। মোট ব্যয় হয়েছে ৪ কোটি ১৯ লাখ ৪১ হাজার ৯৫৪ টাকা। ৫ কোটি ২৬ লাখ ৫২ হাজার ৯৪৮ টাকা হাতে বা ব্যাংকে রয়েছে।

নির্বাচন কমিশনের ২০১৬ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি। গত তিন বছরে আয়ের চেয়ে ব্যয় বেশি হলেও এ বছর দলটির আয় বেশি হয়েছে।

বিএনপি বার বার বলছে, এই নির্বাচন কমিশনারের ওপর তাদের কোনো আস্থা নেই, তবুও হিসাব দাখিল করছেন কেন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আইন অনুযায়ী করছি। কারণ আইন ফলো করতে হবে। বিএনপি সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads