• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
আরপিও নিয়ে সিদ্ধান্ত হয়নি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা

সংরক্ষিত ছবি

নির্বাচন

ইসিতে সম্ভাব্য ভোটকেন্দ্রের তালিকা

আরপিও নিয়ে সিদ্ধান্ত হয়নি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৭ আগস্ট ২০১৮

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন নিয়ে এখনই কোনো সিদ্ধান্তে আসতে পারেনি নির্বাচন কমিশন (ইসি)। গতকাল রোববার এ বিষয়ে সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় ইসির বৈঠক। এদিকে একাদশ সংসদ নির্বাচনের জন্য ৪০ হাজার ৬৫৭টি সম্ভাব্য ভোটকেন্দ্রের তালিকা ইসিতে জমা পড়েছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার সভাপতিত্বে এদিন সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশনের সভা বসে। সভা শেষে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, ‘আরপিও সংশোধনীর বিষয়ে আলোচনা শুরু হয়েছে। আরো কয়েকটি বৈঠকের পর সিদ্ধান্ত হবে কোন কোন ধারায় পরিবর্তন আনা হবে।’ আগামী ৩০ আগস্ট আবারো কমিশন বসবে এবং সেখানে ফের এ বিষয়ে আলোচনা হবে বলে জানান তিনি। রফিকুল ইসলাম আরো বলেন, ‘কোন কোন ধারায় পরিবর্তন আসতে পারে তা এখনই বলা যাবে না। সংসদের আগামী অধিবেশনে এ প্রস্তাব পাঠানো সম্ভব হবে কি না তাও নিশ্চিত নয়। আমরা তাড়াহুড়ো করে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দিতে চাই না। আমরা একটা ভালো আইন করতে চাই।’ ইসির আইন সংস্কার কমিটির আহ্বায়ক নির্বাচন কমিশনার কবিতা খানম ছাড়া অপর তিন নির্বাচন কমিশনার গতকালের বৈঠকে উপস্থিত ছিলেন। এদিকে একাদশ সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনে ৪০ হাজার ৬৫৭টি সম্ভাব্য ভোটকেন্দ্রের তালিকা হয়েছে। এর মধ্যে ঢাকা অঞ্চলেই রয়েছে সবচেয়ে বেশি। ইসির নির্দেশনা অনুযায়ী খসড়া তালিকার ওপর দাবি-আপত্তি গ্রহণের শেষ তারিখ ২৯ আগস্ট; নিষ্পত্তির শেষ তারিখ ৩০ আগস্ট। আগামী ৬ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করার কথা রয়েছে। তফসিল ঘোষণার পর আসনভিত্তিক কেন্দ্রের তালিকার গেজেট প্রকাশ করবে ইসি।

গতকাল ইসির উপসচিব আবদুল হালিম খান বলেন, ‘আমরা মাঠপর্যায়ের কর্মকর্তাদের সম্ভাব্য কেন্দ্রের খসড়া তালিকা করতে বলেছিলাম। সে অনুযায়ী ৪০ হাজারের বেশি কেন্দ্রের তথ্য পেয়েছি।’ এবার মোট ভোটারের সংখ্যা ১০ কোটি ৪২ লাখ। উপসচিব বলেন, ‘নীতিমালা মেনেই ভোটকেন্দ্র করা হচ্ছে। এ নিয়ে আপত্তি থাকলে তা নিষ্পত্তি করে চূড়ান্ত করা হবে। ৪০ হাজার ভোটকেন্দ্রের জন্য দুই লাখের বেশি ভোটকক্ষ থাকবে। পুরুষ ও নারী ভোটারদের জন্য আলাদা ভোটকক্ষ রাখা হবে।’

সবশেষ দশম সংসদ নির্বাচনে ৯ কোটি ১৯ লাখ ভোটারের বিপরীতে ভোটকেন্দ্র ছিল ৩৭ হাজার ৭০৭টি, ভোটকক্ষ ছিল ১ লাখ ৮৯ হাজার ৭৮টি। ভোটকেন্দ্র নীতিমালায় বলা হয়েছে, গড়ে ২৫০০ ভোটারের জন্য একটি করে ভোটকেন্দ্র এবং গড়ে ৬০০ পুরুষ ও ৫০০ মহিলা ভোটারের জন্য একটি করে ভোটকক্ষ নির্ধারণ করতে হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads